নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ুন কবির

পরে বলবো

হুমায়ুন কিবর

এখন বলবো না

হুমায়ুন কিবর › বিস্তারিত পোস্টঃ

কর্মী ছাঁটাইয়ের মামলায় উচ্চ আদালতে হেরেছে ‘রবি’

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

গত ২৮ জুলাই সুপ্রিমকোর্টের হাইকোর্টে রবির ৪২ কর্মকর্তাকে বরখাস্ত করা সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ ও মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ কর্মীদের বিরুদ্ধে রবির করা রিট আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেন।



এতে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে উচ্চ আদালতে করা ৪২ কর্মী ছাঁটাই সংক্রান্ত রিট মামলায় হেরে গেল বেসরকারি টেলিকম কোম্পানি ‘রবি’ (আজিয়েটা বাংলাদেশ লিমিটেড)।



ফলে আদালতের দেয়া রায় অনুযায়ী রবির প্রকৌশল বিভাগের ৪২ জন কর্মীকে ছাঁটাই সংক্রান্ত মামলাগুলো আবারো ফিরে যাবে শ্রম আদালতে। খারিজ করার পরে আদেশে শ্রম আদালতে আবারো মামলার কার্যক্রম চালু করে আগামী ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।



আদালতে রবির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রবির চাকরিচ্যুত কর্মীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম.এস আজিম। চাকরিচ্যুত কর্মীদের আইনজীবী ব্যারিস্টার হাসান এম.এস আজিম জানান, চুক্তিভিত্তিক চাকরি স্থায়ী করতে ২০১১ সালের ২০ জুলাই শ্রম আদালতে মামলা করেন রবি’র প্রকৌশল বিভাগের ৪২ জন কর্মী।



মামলার আবেদনে তারা বলেন, শ্রম আইনের ৪ (১) ধারা অনুযায়ী নিয়োগের তিন মাস শেষ হলে চাকরি স্থায়ী করতে হবে। কিন্তু রবি তা না করে ওই ৪২ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে। এবং শ্রম আদালতে কর্মীদের দায়ের করা মামলাগুলো খারিজের আবেদন করে। সংশ্লিষ্ট আদালত রবির আবেদন খারিজ করে দিলে ২০১২ সালের ২ মে উচ্চ আদালতে শ্রম আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করে রবি।



রিট আবেদনের প্রেক্ষিতে কর্মীদের দায়ের করা শ্রম আদালতের ওই মামলা পরিচালনায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা হয়। রিট আবেদনের দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত আবারো শ্রম আদালতে এই মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.