নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !!

ইংলা

ওরে ওঝা করবি কি রে কর যাদু টোনা শাপে হবে বর ঝাঁড়ফুক করে হবে কি যে আর, আকাশ গেছে মুছে চারিদিকে আঁধার। \ম/

ইংলা › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় ইমরান সরকার তো ২০০২ থেকে ছাত্রলীগ করে। নিজের প্রোফাইলেই লিখে রাখছে!! B-)

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ফেসবুকের এই লিংকে দেখেন



Started Working at Bangladesh Chatro League (বাংলাদেশ ছাত্রলীগ)

2002 — আহবায়ক, যুগ্ম-আহবায়ক, প্রচার সম্পাদক

Rangpur, Rājshāhi, Bangladesh

At Rangpur Medical College Chapter



উপরে "Back to Imran's Timeline" এ ক্লিক করলে ইমরানের টাইমলাইনে যাবে।









জয় বাংলা। জয় তারুন্য।



মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: :P :P :P

২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মামুণ বলেছেন: তো এখন কি করা যায়....................

৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মদন বলেছেন: উনি বর্তমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, উনার দাদা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

রশিক রশীদ বলেছেন: ইমরান ছাত্রলীগ করলে সমস্যা কি ?

ইমরান এখন কি করতে চায় তার সাথে কে কে আছে সেটাই বিষয়।

বাঙ্গালীর ইদানিং অভ্যাস হয়েছে খোচানো ।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আদি মানব বলেছেন: হালায় ভন্ড B-))

৬| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

Shihab Khan বলেছেন: মদন বলেছেন: উনি বর্তমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, উনার দাদা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা।

Click This Link

৭| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ভালামানুষ বলেছেন: ইমরান ভাই সাবের দাদায় নাকি রাজাকার ছিল? মানুষের মুখে শুনতে পাই।

৮| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

দুই লাইন বেশি বুঝি বলেছেন: এখন তিনি আওয়ামী গণজাগরন মঞ্চ এর সমন্বয়ক

৯| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সু্মিত বলেছেন: তুই যে চাগু তা তোর পোষ্ট রেকর্ড দেখলেই বুঝা যায়

১০| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মেহেদী হাসান '' বলেছেন: ইমরান এইচ সরকারের রাজনৈতিক মতাদর্শ তার বাক্তিগত ব্যপার,
এই আন্দোলন থেকে তা সম্পূর্ণই ভিন্ন, তাকে দোষী বলা যেতে পারে যদি সে এই আন্দোলনের শক্তিকে দলীয় কাজে ব্যবহার করে।

১১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: মদন বলেছেন: উনি বর্তমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, উনার দাদা সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা।

১২| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ব্লুম্যাজিক বলেছেন: ভাই উনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবসেনা এইটা তো পুরান কথা!

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ইলুসন বলেছেন: হ্যাঁ ইমরান এইচ আওয়ামীলীগ করে। তো? বিএনপি নির্লজ্জের মত রাজাকার বাঁচানোর জন্য রাস্তায় নামছে, এখন আওয়ামীলীগ যদি রাজাকারদের বিচার করতে চায়, আমরা কার সাপোর্ট দিব? মাতবরি করে হয়ত বলবে অনেকে আওয়ামীলীগ ৯৬ এ বিচার করেনি কেন! ৯৬ এ বিচার করেনি বলে যে আর কোনদিন কেউ বিচার করতে পারবে না এটা কেমন কথা? বিএনপিও তো দুই বার ক্ষমতায় ছিল, তারা কেন বিচার করে নি? বিএনপি কেন এখন জামাতের লেজ ধরে নাচে? বিএনপি কি পারত না জামাতের সঙ্গ ত্যাগ করে বিচারে সহায়তা করতে? হিপোক্রিটের দল সব।

আমার কথা সোজা সাপটা। যে রাজাকারদের বিচার করবে আমি তার দলে। বর্তমানে বিএনপি রাজাকার বাঁচানোর আন্দোলন করতেছে আর আওয়ামীলীগ রাজাকারদের বিচার করতেছে। আমি অবশ্যই আওয়ামীলীগকে ধন্যবাদ দিব, আমার সাপোর্ট তাদের উপর থাকবে।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ইংলা বলেছেন: আপনার কথা যেমন ঠিক আছে তেমন এটাও ঠিক যে শাহবাগ আওয়ামীলীগের ইশারাতেই চলতেছে।

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইলুসন বলেছেন: আপনি কি আমার কথা বুঝেন নাই? শাহবাগ কার ইশারাতে চলতেছে আমার মাথা ব্যাথা নাই। ওরা রাজাকারদের বিচার চায়। যদি শাহবাগ আওয়ামীলীগের ইশারাতে চলে, তাহলে আওয়ামীলীগকে আমার সালাম। যদি বিএনপি এই কাজটা করত বিএনপির পক্ষে থাকতাম।

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

বোকা_ছেলে বলেছেন: bloger lig er manonio chairman
mohaaaan mukti joddha
71 er bir senani ....
sonaam dhonno daktar
amader tena na thukku neta dr. imran.....
joy bangla
joy ma kali
joy varat mata

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৬

বিডি আমিনুর বলেছেন: হালায় ভন্ড হালায় ভন্ড B-))

১৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২২

তাসজিদ বলেছেন: fake febu page, amara ki eti bolod.

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

ইংলা বলেছেন: হ, ফটোশপে বানাইছে।

১৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

রঁমাকান্তকামারঁ বলেছেন: 8-| হিরু

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৪

অবয়ব বলেছেন: "2007
Graduated from Rangpur Medical College
Left Job at Bangladesh Chatro League (বাংলাদেশ ছাত্রলীগ)"

উনার প্রোফাইলে এই তথ্যটাও আছে। এইটা পাশ কাটাইয়া গেলেন যে?

আর জামাতশিবিরের বোকাচোদা মার্কা যুক্তিতে কী কী হইলে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া যাইবে না তার লিস্ট দিবেন প্লিজ।

=>হিন্দু হইলে বিচার চাওয়া যাবে না।
=>আওয়ামী লীগ/ছাত্রলীগ সমর্থক হলে বিচার চাওয়া যাবে না। (অর্থাৎ এই সরকারকে দেশের যে দুই তৃতীয়াংশ মানুষ ভোট দিয়েছে সবাই খারাপ। এদের অধিকার নাই বিচার চাওয়ার।)
=>প্রাক্তন সমর্থক হলেও বিচার চাওয়া যাবে না।
=>নাস্তিক হইলে বিচার চাওয়া যাবে না।

এই লিস্টে আর কী কী এড করা যায়?

সাথে আরো একটা প্রশ্ন, উপরের জনসংখ্যা বাদ দিলে থাকে বিএনপি, ছাত্রদল আর জামাতশিবির। উপরের অপশন হিশেব করলে দেখা যায়, বিচার চাওয়ার অধিকার আছে একমাত্র এদের। এরা কী বিচার চাচ্ছে?

ইমরানের দাদা রাজাকার ছিল শোনা কথা যারা শুনে তাদের জন্য এই ভিডিও। একই অভিযোগ করে বিএনপির উপদেষ্টা দুদুভাই লাইভ টিভিতে ভার্চুয়াল থাবড়া খাইছে।

Click This Link

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:১৯

ইংলা বলেছেন: আরে বল্লাম তো বিচার চাওয়া যাবে। এমনকি গোলামাজম রাজাকারদের বিচার চাইলেও আমি আছি ওর লগে। কিন্তু প্রথম থেকে যে উনাকে নির্দলীয় বলা হইতেছে সেটা কতটুকু সঠিক?

লীগ ছাড়ছে বইলা কি লীগের সাথে খাতির শেষ? খাতির আছে বইলাই তো মোম জালায় বেলুন উরায়। খাতির আছে বইলাই তো সরকার মাহমুদুরের আলটিমেটাম না মানলে চুপ কইরা থাকে। খাতির না থাকলে সরকার ওরে শাহবাগে জায়গা দিতো? পেপার স্প্রে আছে না সরকারের?

২০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১২

রোদেলা দুপুর বলেছেন: আমার আইডি ১২ দিনের জন্য ব্যান করা হইছিল। তার মেয়াদ ২৮ তারিখ শেষ।
একটা মেইল আসলো যে পোস্ট ব্যান তুলে নেয়া হইছে কিন্তু ব্লগে তো ঢুকতে পারি না।
তিন চারবার রিপোর্ট করছি কিন্তু কাজ হয় নাই।
তাই ঠিক করছি সব পোস্টে এই কমেন্ট দিব যদি মোডারেটর দের নজরে পরে।

প্লিজ কেউ mind খাইয়েন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.