নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !!

ইংলা

ওরে ওঝা করবি কি রে কর যাদু টোনা শাপে হবে বর ঝাঁড়ফুক করে হবে কি যে আর, আকাশ গেছে মুছে চারিদিকে আঁধার। \ম/

ইংলা › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন ৩ ব্লগারের পরিচয় ও সবগুলো নিক

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

মশিউর রহমান বিপ্লব (৪২)

*****************************************

ফেসবুকে আল্লামা শয়তান

সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’

নাগরিক ব্লগে শয়তান

আমার ব্লগে ‘নেমেসিস’





রাসেল পারভেজ (৩৬)

*****************************************

আমার ব্লগে ‘রাসেল পারভেজ’

সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ এবং ‘অপবাক’





সুব্রত অধিকারী শুভ (২৪)

*****************************************

সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’

আমার ব্লগে ‘সুব্রত শুভ’

নাগরিক ব্লগে ‘আজাদ’

ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’









শুভকে গ্রেফতার করা হয় রাসেল-বিপ্লবের দেয়া তথ্য থেকে। এদিকে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শাস্তির জন্য প্রচলিত দণ্ডবিধি পরিবর্তন করে সাজা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।



সূত্র - banglanews24.com (Click This Link)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

ইংলা বলেছেন: ছবিতে বাম থেকে - রাসেল, শুভ, বিপ্লব

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

ফ্রিঞ্জ বলেছেন: রাসেল পারভেজ (৩৬)
*****************************************
আমার ব্লগে ‘রাসেল পারভেজ’
সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ এবং ‘অপবাক’

আমার ব্লগ বন্ধ।
রাসেল দিয়া সার্চ দিতে অনেক ব্লগ হাজির
অপবাক দিয়া সার্চ দিলাম কিছু আসলোনা।

একটা লিঙ্ক দিতে পারেন? দেখতে চাই আসলে কি লিখসে!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

ইংলা বলেছেন: রাসেল - Click This Link

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

মেকগাইভার বলেছেন: লেখক বলেছেন: রাসেল - Click This Link[/sb



এটাই কি সেই রাসেল?

তার একটা ব্লগ পরলাম , ইসলামের সাপোর্টে কথা লেখা দেখলাম। বিরূদ্ধে কিছু দেখলাম না।

তবে হাসিনার বিরূদ্ধে লিখছে এক লাইন।

একটু কনফিউজড।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

ইংলা বলেছেন: এটাই ডটু রাসেল। বিশ্বাস না হলে ৪-৫ বছর বয়সী কোনো ব্লগারকে জিগেস করে নিশ্চিত হয়ে নেন।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

ফ্রিঞ্জ বলেছেন: লিঙ্কের লাস্ট লেখাটা পড়লাম!
এইখানে কটুক্তি কই? এই লেখার জন্য যদি পুলিশ ধরে তাইলে তো হাজার হাজার ব্লগার / সাংবাদিক ধরা খাইবো!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

ইংলা বলেছেন: উনার আগের লেখাগুলা পড়ছেন? আমি নিজে একজন গালিবাজ ব্লগার। অথচ উনার গালির সামনে আমি নিজেই টিকতে পারি না।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৯

ব্লগার রানা বলেছেন: সুন্দর স্বীকারক্তি

উনার আগের লেখাগুলা পড়ছেন? আমি নিজে একজন গালিবাজ ব্লগার। অথচ উনার গালির সামনে আমি নিজেই টিকতে পারি না।
ধন্যবাদ

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

আনির্বান বলেছেন: গালিবাজি কোথায় করেছেন? B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.