| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। পুলিশগুলা সব মন্চের পিছে বা সমাবেশে ঢুকার পয়েন্টে বসে আছে। হুজুরগুলা সমাবেশের আসে পাশে হিউমেন চেইন বানিয়ে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতেছে।
২। ভলান্টিয়াররা বলতেছে, প্রচুর পরিমানে কলা-পানি-বিস্কুট-ফল থাকা সত্বেও সাথের মুসলিম ভাইয়ের কথা চিন্তা করে প্রয়োজনের বেশি কেউ নিচ্ছে না।
৩। ট্রাক থেকে বিস্কুটের কার্টন থেকে অনেক গুলা প্যাকেট ঢেলে দিলো বসে থাকা মোল্লাদের মাথায়। সবাই যে যার মত লুফে নিলো। ভাবলাম খাবে। ওমা, দেখি প্যাকেট নিয়ে পাশের জনকে সাধে। সবাই সবাইকে সাধতেছে। এরপর একজন বাধ্য হয়ে প্যাকেট নিলো। প্যাকেট খুলে প্রথম বিস্কুটটা পাশেরজনকেই সাধলো! ![]()
৪। ১৩ দফা দাবীর পক্ষে গনস্বাক্ষর অভিযান চলছে বাইতুল মোকার্রমে।
পুনশ্চঃ একজন লীগার মারা গেছে। হেফাজতের ধর্মপ্রান মুসলমানের ভীড়ে কয়েকটা শূয়র শিবির যে থাকবে না সেটা অসম্ভব ব্যাপার।
(হেফাজতের ভেতর শিবিরের স্লোগান ‘ব্লগার ধর, জবাই কর’। এসব স্লোগান দেয়ার সময় কওমী মাদ্রাসার ছাত্ররা এ স্লোগান দিতে বারণ করে। তারা বলে, ‘‘আল্লারওয়াস্তে এ স্লোগান দিয়ে এটাকে বিতর্ক করবেন না।’’ - banglanews24.com)
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
মুক্তকণ্ঠ বলেছেন: ![]()
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওওওওওও!! তাই নাকি গো!!!
ওরা এতু ভালু !!!
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
ইংলা বলেছেন: আপাতত ভালো আছে। সন্ধ্যা হোক। বাকিটা এরপর বুঝা যাবে ![]()
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হে হে অরা খুপ ভালু!
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
ইংলা বলেছেন: হেহে ![]()
৫|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
মাহমুদ হাসানাত বলেছেন: সহনুভুতির জোয়ার দেখে ভাল লাগে। ইসলাম এর মহাসমাবেশে গান বাজনা হয়না এবং তবু এত মানুষের সমাবেশ দেখে মনে হয় এদেশ টা এখনও ইউরোপ বা আমরিকা নয়।
৬|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
স্বপ্নসমুদ্র বলেছেন: প্রকৃত ইসলাম অনেক সুন্দর। এটা এভাবে রক্ষা করতে পারলে অবশ্যই সাধুবাদ পাবে তারা।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
ইংলা বলেছেন: হুমম। আশা করি কোনো ভেজাল ছাড়াই সব মিমাংসা হবে।
৭|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
জহির উদদীন বলেছেন: প্রকৃত ইসলাম অনেক সুন্দর।
৮|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
নােয়ফ চৌধুরী বলেছেন: এখানেই ইসলামের সার্থকতা।
৯|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
মরণের আগে বলেছেন: আল্লারওয়াস্তে এ স্লোগান দিয়ে এটাকে বিতর্ক করবেন না।
এই কথাটা ভাল লাগলো ।
১০|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
শরীফ উদ্দীন বলেছেন: আমি নিজে গিয়েছিলাম। সাধারন মুসলিমদের অসাধারনত্ব আবার প্রমানিত হল। সকল রাজনৈতিক নেতা ও নাস্তিকবাদীদের জন্য বড় রকমের শিক্ষা।
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
ইংলা বলেছেন: নাস্তিকগুলা পারে শুধু ফেসবুক-ব্লগেই লাফাইতে।
১১|
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
কায়সার আহমেদ কায়েস বলেছেন: প্রথম বার জীবনে কোন সমাবেশে শরিক হলাম, আর সেই সমাবেশ হল এই লাখ লাখ মানুষের তবে বুঝতেই পারছেন অভিজ্ঞতাটা কেমন হয়েছে।
নারায়ে তাকবীর
আল্লাহু আকবার
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক।