নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারান সুর

চাঁদোয়া

কথার পিঠে নতুন কথা চাপিয়ে মজা পাই, কথা কে নাকানি চুবানি খাওয়াতেও বেজায় পছন্দ আমার। আত্মবিশ্বাসের ফানুস সহসাই ফেটে যায়, ভুল থেকে শিক্ষা নেয়ার নজির নেই বললেই চলে। মানুষ কে আনন্দ দেবার শেষ চেষ্টা করতে পারি.।.।।

চাঁদোয়া › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যিস লালনের কোন সন্তানের সন্ধান পাওয়া যায় নি।

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

জন্মস্থান লালনের জন্মস্থানের আশেপাশে হবার কারণে, লালনের গান শুনতে শুনতেই বেড়ে উঠা বলাচলে।

আমাদের আশে পাশের এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে অন্তত একবার গলা ছেড়ে গায়নি, বাড়ির কাছে আরশি নগর, সেথায় একঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।



তবে ইদানীং আরেফিন রুমি আর হৃদয় খান এলাকার এক বিশেষ যুবক সমাজের (!!!) হৃদয়ের মনি কোঠরে আসন গেড়ে বসেছে। মাস কয়েক আগে বাড়ি গিয়ে সন্ধ্যার দিকে বাঁওড় ধারে বসে আছি, উদ্দেশ্য সূর্যাস্ত দেখবো।



আমার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দুইটা ছেলে বসে মোবাইলে লাউড স্পিকারে গান ছেড়েছে, মন তোরে বলি যত, তুই চলেছিস তোরি মত, সাধ্য কি আমার ছুটি তোর পিছে......

মন বলি তুই ফিরে আয়, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া আর কে আছে জীবনে এ এ এ এ



পাশ দিয়ে এলাকার এক বৃদ্ধ লাঠি ভর করে যাচ্ছিলেন। কি মনে করে তিনি এই ছেলে দুইটার কাছে যেয়ে একটু থামলেন, মোবাইলে কি বাজাও ?

--গান। শুনেন না?

--তা তো শুনি। কি গান এইটা?

--আধুনিক গান।

--শিল্পীর নাম কি?

--নাম বললে আপনি চিনবেন? হৃদয় খান।

--এর বাড়ি কই?

--জানি না! বাড়ি দিয়া কি করবেন?

--একটা থাপ্পড় দিয়া চাপা ভাইংগালামু! ফাজিল কুনহানের! তোমার বাবার নাম কি?



ছেলে দুইটা আর কথা বাড়াতে সাহস পায়নি। কোন রকমে উঠে পড়িমরি করে স্থান ত্যাগ করলো। বৃদ্ধ তার সমস্ত রাগ বাতাসে ছুড়ে দিতে দিতে লাঠিতে ভর করে সামনে এগিয়ে চলল।



বুঝতে পারছিলাম, রাগটা আসলে এই ছেলেদের উপরে হয়তো না, রাগ ছিল ঐ হৃদয় খান নামক শিল্পীর উপরে যে নিজের ইচ্ছেমত সংগীত নামক শিল্পটাকে ধ্বংস করছে। অনেকটা বাংলাদেশের রাজনীতির মত অবস্থা। বাবা রাজনৈতিক নেতা হলে, সন্তানকে তাই হতেই হবে।



ভাগ্যিস লালনের কোন সন্তানের সন্ধান পাওয়া যায় নি। তাহলে হয়তো নাম হতঃ লালন খান। যে সংগীতটাকে ইচ্ছেমত ধর্ষণ করতো!



বিদ্রঃ এই গুণধর সংগীত শিল্পী ইদানীং আবার রান্না বান্নার উপরে ঝুঁকেছেন। ভয় হয়! কারণ মা খালাদের কাছ থেকে শুনেছি রান্না নাকি একটা শিল্প!







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

লেজ কাটা শেয়াল বলেছেন: এক্টা ডিজে রন্ধন প্রনালি পাব আশা করি।

২| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

গান পাগলা বলেছেন: :-* :-* :-* :-* :-*

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৫৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ‘‘এক কানা কয় আরেক কানারে
চলো এবার ভবো পাড়ে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারংবার’’
লালনের গানে ভক্ত আপনি??
নাউজুবিল্লাহ
বে-শরা

৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:০৪

আধখানা চাঁদ বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.