নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

জন্ম - মৃত্যু

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১



সূর্যের জন্ম হয় প্রতিদিন পূব অন্তরীক্ষজুড়ে -

সোনালী কিংবা লাল বরন তার -

ঝলসানো আলো দিয়ে,

আলোকিতো হয় ধরিত্রী।

সূর্য আবার ডুবেও যায় ।



চাঁদও আসে পশ্চিম গগনে

তার দৈবিক নিয়মে, নিজস্ব ধরনে ।

সে- ও যায়, আবার ফিরে আসে।



১৯৭১ - সৈনিকেরা জেগেছিলো,

জেগেছিলো নির্ভীক তরুন-তরুনী,

রক্ত দিয়েছি, প্রান দিয়েছি -

বাংলাদেশ ছিনিয়ে এনেছি

ভয় করিনি।



যোদ্ধার মৃত্যু নাই

জন্ম যার যুগে ‍যুগে

ফিরে আসে নাড়ীর টানে।

মিছিল, শ্লোগান,

রাজপথ প্রকম্পিত করে

মাতৃভূমির প্রয়োজনে ।



জারজের জন্ম - মৃত্যু,

উথ্থান-পতন সব আছে।

জন্ম যার অভিশাপে,

উথ্থানঃ মায়ের সম্ভ্রম বিকিয়ে,

পতন তার অন্তহীন পাপে,

মৃত্যুঃ যোদ্ধার পদদলায় পিশিয়ে।



"রাজাকার তুই জারজ,

তোর অধিকার নাই

বেঁচে থাকার ।

মায়ের আঁচলে নাই তোর ঠাঁই।"



রাজাকারের ফাঁসি চাই

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.