নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

আজ রাতের পর

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০



উ্যসর্গকৃতঃ অকূতভয় সৈনিক রাজীব হায়দার কে



আজ রাতের পর কাল সকালে

যদি ঘুম ‍না ভাঙ্গে আমার,

যদি সমুদ্ভাসিত না হয় আমার দু‘চোখ।



আজ রাতের পর....

যদি আমার দেহ নিস্তেজ হয়ে পড়ে,

যদি দেহ থেকে সলিল না ঝরে।



আজ রাতের পর....

যদি আমার হাস্যেজ্জল মুখ

যদি সলীল আচরণ না করে।



আজ রাতের পর....

যদি দেখা না পাই মায়ের হাসিভরা মুখ,

যদি শিরীন ঘ্রান না পাই এই সবুজ বাংলার।



আজ রাতের পর....

যদি রাজপথে ফেরা না হয়,

যদি দেখা না মিলে শ্লোগানে, মিছিলে।



তোমরা কেউ অশ্রুজল ফেলোনা,

যদি আজ রাতের পর কাল সকালে

ঘুম ‍না ভাঙ্গে আমার।



হে প্রজন্ম চত্তর,

ওহে অকূতভয় নির্ভিক সৈনিক।

জারজগুলো আমার মা‘র বুক খালি করলো,

বিশ্বজিতের মা‘র বুক খালি করলো ...



আরো কতো মা‘য়ের বুক খালি করতে চায়?



জারজগুলোর কি বিচার হবে না ?

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো....।+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.