নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

মেঘবতী

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

একখন্ড মেঘ অন্তরীক্ষজুড়ে ঝুলে থাকে -

উড়াল পাখির মতো ছুঁটে বেড়ায়

সারাটা প্রান্তর।



সাক্ষাত ছিলো তার সাথে

প্রতিদিন।

নিঃশ্বাসের উপশিরায় ছিলো উদ্দিপনা

সর্বক্ষণ। উপলব্ধি হতো অনবরত

স্পন্দন।স্পন্দনে প্রান জন্ম লয় -

বেঁচে থাকার আহ্লাদ কড়া নাড়ে

কাল-কালান্তর।



তারপর একদিন প্রখর খড়া রদ্দুর -

সমূদ্র বেঁকে বসে, ঢেউয়ে ভাটার

জন্ম হয়। প্রচন্ড উত্তাপে বষ্মীভূত জল,

সমূদ্রের প্রান গেছে হারায়ে। পৃথিবীর

প‘রে সমূদ্রের মৃত্যু হয়। উড়াল পাখি

উড়াল দিয়ে হারিয়ে যায়।



এত্তগুলো পরিবর্তন - যার বিবর্তনে

জীবনের মাঝে প্রান গেছে ফুরায়ে।

খোলসের ভেতর থেকে বেরিয়ে আসা

দুরভিসন্ধি অসার। প্রান কী করে

বাঁচিতে পারে নিঃশ্বাসহীন ?



অত্ঃপর -

এইভাবে কেটে গেল অনেকটা দিন -

মেঘবতী ডানা মেলে অতি সন্নিকটে -

ছুঁয়ে দেখি দুষ্টু বাতাসে কালচে বরন !



আড়াল করিতে চায় সে -

তার গন্তব্য, ঠিকানা

সেতো আমারই সীমানা ।



১৫ই জুন, ২০১৩ (০১:১১), লন্ডন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.