নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

ছুঁয়ে দিলে - ২

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬



যখন দিঠিযুগল ভারি হয়ে আসে

দিন কি বা রাত্রী -

ঘুম নিয়ে তুমি আসো

আবার ঘুম ভেঙ্গে চলেও যায় সে।



স্বপ্ন নিয়ে আসো,

হেঁটে চলো স্বপ্ন-পথে

অবিরত।



ছুঁয়ে যাও তুমি সীমাহীন-

স্বর্নলতার চাঁদর লেপ্টে

দাও আমার ভিতর-বাহিরে।

কী গভীর রাত জানো তুমি !

শরীরে সহসিত পলাশ,

দংশন করো আভূমি -



কি সন্নিকট, কি বহুদুর

তুমি থাকো আমার স্বপ্ন-পথে

সারাটা দিন।



স্বপ্ন নিয়ে তুমি আসো,

হেঁটে চলো আমার স্বপ্ন-পথে

অবিরত।



ঘুম নিয়ে তুমি আসো

আবার ঘুম ভেঙ্গে চলে যাও।

ঠোঁটে দাও চন্দ্রিমাদলিত বিষ,

রক্তক্ষয়, দেহক্ষয়, হৃৎপিন্ডে

অবচেতনে অনবরত স্পন্দন

সবই হয় অনুধাবন -



থেকে যায় অবয়ব-ভুত আর তার শিরীন

চমকিত করে হাঁটিয়া চলে শিরায় শিরায়

সারা বেলা।





বিঃ দ্রঃ ৩০ শে মে, ২০০৬ বিকাল ৫:৫৮ "ছুঁয়ে দিলে" কবিতা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিলো সর্বপ্রথম বাংলাদেশি বাংলা ব্লগে। সামহোয়ার ইন ব্লগ কে অসংখ্য ধন্যবাদ বাংলায় অনলাইনে লেখার সুযোগ করে দেয়ার জন্য।



"ছুঁয়ে দিলে" প্রথম পর্বটি পড়তে নিচের এই লিংকটিতে ঘুরে আসুন

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

বোধহীন স্বপ্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৫

টিটু বলেছেন: @ বোধহীন স্বপ্ন >> ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.