নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছুঁয়ে দেখো আমায়

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি।।

টিটু

আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!

টিটু › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছের দোলায় জীবন

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৫


জীবন যদি হয় সরবৃত্তের মতন -
তাহলে ইচ্ছেমতো জীবনটা সাজাতাম,
ভেঙ্গে-চূড়ে জীবনটা গড়তাম।
ঠিক জলে ভাসা
একটা প্রস্ফুটিত পদ্মের মতন
ইচ্ছেমতো ডুব-সাঁতার দিতাম।
নতুবা যদি হতো আকাশের মতন;
ইচ্ছেমতো রঙ বদলাতাম।
যদি হতো সাদা মেঘ তবে উড়ে বেড়াতাম
এ- প্রান্ত থেকে আরেক প্রান্ত কিংবা
মেঘের ভেলায় ভেসে বেড়াতাম ততদূর,
যতদূর প্রাণ চায়। হয়তোবা নক্ষত্রদের
সাথে বসে যেতাম গল্পে
সারাটা কালের জন্য।

----
সেই পিচ্চি কালের লেখা, সময়-কাল মনে নেই! সম্ভবত ১৯৯৩ হবে ...
পুরানো খাতা উল্টাতে গিয়ে আচমকা নজরে পরে গেলো। তাই ভাবলাম ডিজিটাল খাতায় রেখে দেই..


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮

টিটু বলেছেন: ধন্যবাদ! :)

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লিখতেন সে সময়।

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

টিটু বলেছেন: ধন্যবাদ! :)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

আটলান্টিক বলেছেন: ১৯৯৩ সালের কবিতা ২০১৮তে পাবলিশ করেছেন।বাহ!!!!!!! ভাল ভাল

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

টিটু বলেছেন: হুম বহুকাল ধরে জমে ছিলো, যদিও সামহোয়ারে খোঁচাখুচি শুরু করেছি সামহোয়ারের জন্মলগ্ন থেকে ...

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সেই ২৪ বছর আগের লেখা !!!!

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

টিটু বলেছেন: হুম, ২৪ বছর! সময় যেন একখানা অরক্ষিত বধ্যভূমি... তবু লেখনি রয়ে যায় ...

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

টিটু বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.