![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!
জীবন যদি হয় সরবৃত্তের মতন -
তাহলে ইচ্ছেমতো জীবনটা সাজাতাম,
ভেঙ্গে-চূড়ে জীবনটা গড়তাম।
ঠিক জলে ভাসা
একটা প্রস্ফুটিত পদ্মের মতন
ইচ্ছেমতো ডুব-সাঁতার দিতাম।
নতুবা যদি হতো আকাশের মতন;
ইচ্ছেমতো রঙ বদলাতাম।
যদি হতো সাদা মেঘ তবে উড়ে বেড়াতাম
এ- প্রান্ত থেকে আরেক প্রান্ত কিংবা
মেঘের ভেলায় ভেসে বেড়াতাম ততদূর,
যতদূর প্রাণ চায়। হয়তোবা নক্ষত্রদের
সাথে বসে যেতাম গল্পে
সারাটা কালের জন্য।
----
সেই পিচ্চি কালের লেখা, সময়-কাল মনে নেই! সম্ভবত ১৯৯৩ হবে ...
পুরানো খাতা উল্টাতে গিয়ে আচমকা নজরে পরে গেলো। তাই ভাবলাম ডিজিটাল খাতায় রেখে দেই..
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৮
টিটু বলেছেন: ধন্যবাদ!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লিখতেন সে সময়।
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
টিটু বলেছেন: ধন্যবাদ!
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২২
আটলান্টিক বলেছেন: ১৯৯৩ সালের কবিতা ২০১৮তে পাবলিশ করেছেন।বাহ!!!!!!! ভাল ভাল
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬
টিটু বলেছেন: হুম বহুকাল ধরে জমে ছিলো, যদিও সামহোয়ারে খোঁচাখুচি শুরু করেছি সামহোয়ারের জন্মলগ্ন থেকে ...
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: সেই ২৪ বছর আগের লেখা !!!!
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪
টিটু বলেছেন: হুম, ২৪ বছর! সময় যেন একখানা অরক্ষিত বধ্যভূমি... তবু লেখনি রয়ে যায় ...
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব
১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১
টিটু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭
তারেক_মাহমুদ বলেছেন: বাহ