নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক রাত জাগা পাখি , \n স্বপ্নে নয়...আমি বাস্তবে বিশ্বাসি

রনি.রায়

আমি এক রাত জাগা পাখি... স্বপ্নে নয়...আমি বাস্তবে বিশ্বাসি

রনি.রায় › বিস্তারিত পোস্টঃ

মানুষ হতে চাই

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

আমি হিন্দু, মুসলিম বৌধ, খ্রিষ্টান হতে চাই না মানুষ হতে চাই। যে মানুষটার মধ্যে কোন হিংসা থাকবে না, হাসি মুখে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। মানুষের ভালোবাসা নিতে চাই। কোন ধ্মীয় আশায় না মানবতার টানে একেওপরের পাশে এসে দাঁড়ানো উচিত।আসুন আজ থেকে আমরা একসাথে মিলেমিশে মানুষের পাশে দাড়াই। মানবিকতা তার জন্য যে মানুষ।



মানুষ শব্দটি এসেছে 'মনুষ্য' শব্দের অপভ্রংশ হিসাবে। মনু+ ষ্ণ্য (অপত্যার্থে)=মনুষ্য। অর্থাৎ মানুষ মনুর সন্তান এবং দানব দনুর সন্তান। ইংরেজি Man, জার্মান Mann ও Mensch, আবেস্তান Manu ইত্যাদি সব শব্দ একই উৎস সম্ভূত। মানুষের নানা রূপ। মানুষ যখন অনুভূতিশীল তখন মানুষের বিপরীত শব্দ অমানুষ, মানুষ যখন মানব জাতি, তখন বিপরীত শব্দ মানষ্যেতর, মানুষ যখন পরিণত বা প্রাপ্তবয়ষ্ক তখন বিপরীত শব্দ ছেলেমানুষ।
মানুষ শব্দের ক্রিয়াপদ 'মানুষ করা'। মানুষ করা অর্থ - লালন-পালন করা ও উপযুক্ত শিক্ষা দান করা। মানুষ শব্দের দ্বিতীয় ক্রিয়াপদ মানুষ হওয়া। মানুষ হওয়া মানে সত্য বলা, কারো ক্ষতি না করা, প্রতিশ্রুতি রক্ষা করা, বিপদে-আপদে অন্যকে সাহায্য করা, সদাচরণ করা। সবাই যদি মানুষ হতো তাহলে মানব জাতি সুখে শান্তিতে থাকতো। আইন, আদালত, থানা, পুলিশ, পার্লামেন্ট কোন কিছুর প্রয়োজন হতো না। কারো কোন অভাব থাকতো না। আনন্দ ও সমৃদ্ধি থাকতো সর্বত্র।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১২

রক্তিম দিগন্ত বলেছেন: বাংলাদেশে মানুষ গঠন কেন্দ্র স্থাপন করা অতীব জরুরী হয়ে গেছে।

এটা হলে শুধু আপনি না, আমিও ওখানে গিয়া মানুষ হবার ট্রেইনিং নিব।

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

রনি.রায় বলেছেন: ভালো মানুষের অনেক অভাব। কে দিবে ট্রেইনিং ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.