নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক রাত জাগা পাখি , \n স্বপ্নে নয়...আমি বাস্তবে বিশ্বাসি

রনি.রায়

আমি এক রাত জাগা পাখি... স্বপ্নে নয়...আমি বাস্তবে বিশ্বাসি

রনি.রায় › বিস্তারিত পোস্টঃ

কোথায় মনুষ্যত্ববোধ ?

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

আচ্ছা আমরা কি চিন্তা করেছি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি ? অবশ্যই এটা লেজ নয়, পার্থক্যটা হল মানুষ চিন্তা(thinking) করতে পারে, তার মন(mind) আছে, পশু চিন্তা করতে পারে না, কারণ তার মন নাই। আর মিলটা হল, মানুষ এবং পশু উভয়ের কিছু প্রবৃত্তি(instinct) আছে, যেমন- survival instinct, procreation বা sexual instinct) ইত্যাদি।
যদি আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকত তাহলে আমরা একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দিতাম। কোন শিশু কে লাথি মেরে সরিয়ে দিতাম না, কারো মা-বোনকে ধর্ষণ করতাম না। আসলে আমাদের মধ্যে হিংসার জন্ম নিয়েছে। আমরা শুধু পারি অন্যের ক্ষতি করতে।
আমার এক ব্লগার ভাইয়ের কবিতার সুরে বলতে হচ্ছে----

মনুষ্যত্ব আজ হয়েছে লুপ্ত, গ্রাস করেছে পশুত্ব,
মানুষে মানুষে ভুলে গেছে আজ ম্ত্রৈী-সাম্যের ভ্রাতৃত্ব।

চারিদিকে শুধু হতাশা ও বেদনা, নেই মানবতা নেই স্বাধীণতা,
পৃথিবী থেকে লোপ পেয়েছে আজ স্নেহ-ভালবাসা, কোমলতা।

নির্বাক সব মুখ চেয়ে চেয়ে দেখছে ধ্বংস, দেখছে হত্যা,
ধ্বংসের মুখে দাড়িয়ে আজ মনুষ্য সভ্যতা।

এর কি হবেনা কোন প্রতিকার? হবে না মানুষ ভাই ভাই?
বিশ্ববাসীর প্রতি আমার প্রশ্ন এ একটাই।



সত্য বলতে এর কি কোন প্রতিকার হবে না। মানুষের মনে শান্তি নেই, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
নিজেদের খারাপ ও অনৈতিক কাজের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য অসুস্থ সমাজের জন্ম দিচ্ছি!!
জানি না আমরা সভ্য হচ্ছি কি না...তবে মনুষ্যত্ব হারাচ্ছি এটা সত্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: মানবিকবোধ গুলি শিক্ষা দিতে হয় পরিবার থেকে। এখন হয়ত জন্ম দিয়েই খালাস, কোন কিছু যে সন্তানকে শিক্ষা দিতে হয়, সেই কাজটা কেউ আর সেভাবে করেনা।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

রনি.রায় বলেছেন: ঠিকই বলেছেন। মানুষের কিছু কিছু আচরণ তার পরিবারের ঐতিহ্যের প্রকাশ ঘটায়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: সময়টা খারাপ যাচ্ছে পৃথিবীর । মানবতা চর্চার দ্বারা মানুষ্য সমাজে আসে । সবাই নিজের দিকে তাকিয়ে চলছে অন্যকে অন্ধকারে রেখে । অপেক্ষা করতে হবে । ভালটাকে পেতে গেলে:(:(:(

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

রনি.রায় বলেছেন: অপেক্ষার মনে হয় শেষ হবে নাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.