নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/EngineerSaiful.bd

ইঞ্জিনিয়ার সাইফুল

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়!!!! আল-কুরআন সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১.

ইঞ্জিনিয়ার সাইফুল › বিস্তারিত পোস্টঃ

হেইই মাম্মা লাগবো নাকি???

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

একদিন আমি আর আমার আরেক ফ্রেন্ড মিলে ফার্মগেট হয়ে বনানী কাকলীতে নামলাম উদ্দেশ্য কামাল আতাতূর্ক এভিনিউতে আরেকটা ফ্রেন্ডের সাথে তিন জন মিলে স্টার কাবাবে গেট টুগেদার করব।
.
যখন ২৭ নাম্বার বাস থেকে কাকলীতে নামলাম রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন লোক দেখতে পুরাই গাঞ্জুটির মতো আমাদের ইশারা দিয়ে ডাকছে। সে বলছে, "মামা লাগবে নাকি"??
.
আমার ফ্রেন্ড তার সাথে মজা নিচ্ছে। সে বলছে "মামা ফ্রি নাকি"?? সাথে দু চারটা কথা বলেই আমরা ফুট ওভারব্রিজ হয়ে স্টার কাবাবের দিকে চলে গেলাম। চলতি পথে বন্ধুকে বললাম কাহিনী কি??
.
তারপর সে আমাকে জিনিসটা বুঝিয়ে বলল। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। বনানীর মতো একটা সোসাইটি এরিয়ায় পুলিশ বক্সের পাশে পিছনে আবার সেনাবাহিনীদের কমার্শিয়াল আবাসিক বনানী DOHS, পাশে আছে সেনা ক্যাম্প নাম বললে অনেকেই চিনবেন সৈনিক ক্লাব, এতো এতো সিকিউরিটির ভিতরে এই ধরনের কর্মকাণ্ড তারা কিভাবে চালায়??
.
এদের রেগুলার কাস্টমার হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সহ ঢাকা শহরের বিভিন্ন এররিয়ার টিনএজার ছেলে।
.
তারা এই সমস্ত তরুনদের দেখে দেখে রাস্তাঘাটে শত শত মানুষের সামনে লজ্জা শরমের মাথা খেয়ে এরা পতিতাদের সাথে সেক্স করার জন্য ডিরেক্ট আমন্ত্রণ জানায়???
.
ঐদিন তো তাদের একজনের সাথে অল্পের জন্য আমার গ্যাঞ্জামই লেগে গিয়েছিল। BRTC বাস থেকে বনানী কাকলীতে নামলাম সাথে সাথে ঐসমস্ত পতিতাদের দালালদের শুরু হয়ে ডাকাডাকি। "মামা লাগবে নাকি"?? ও মামা এই দিকে আসেন।
.
আমি প্রথমে হাসি মুখে ওর কাছে গিয়ে বললাম আমি তোমার কোন কালের মামা?? কোন উত্তর নাই। এর পরে মুড খারাপ করে জিজ্ঞেস করলাম "ঐ বেডা কি লাগবেরে"??? কোন উত্তর নাই। আবার বললাম মুখে কি এখন আলু ঢুখাইছোস?? কথা বাইর হয় না। X(
.
সে আমারে বলে ঠিক আছে মামা সরি। এইবার যানতো। ওরে কৈলাম, যামু মানে?? তুই না আমারে ডাক্সোস?? এখন আবার যাইতে কস?? কি লাগবোরে??? ক আমারে নৈলে যামু না। :((
.
পরে তাদের তিন চারজন এসে আমারে কোন রকম আমাকে এটা ওটা বুঝিয়ে বুঝ বাট্টা দিল। যাওয়ার আগে তাদের কয়েকটা নীতি কথা শুনিয়ে দিলাম। 8-|
.
জানি তাদের নীতি বাক্য শুনিয়ে লাভ নেই। কারণ কুত্তার লেজ কখনো সোজা হবার নয়। এখনো মাঝেমধ্যে বনানী কাকলীতে নামলে নিজের কাছে খুব বিব্রত বোধ লাগে। মহাখালী থেকে কাকলী পুরো এরিয়াটাই টাংগাইলের যৌন পল্লীতে পরিণত হয়েছে। সোসাইটির উন্নয়ন হয়েছে, বড় বড় অট্রালিকাও হয়েছে সেই সাথে মানুষের মূল্যবধের অবক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে কে জানে?? :(

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: গত বছর জুলাই ২০১৫ তে পোস্টাইছিলাম এফবিতে...

লিংক
https://mobile.facebook.com/story.php?story_fbid=870875986315772&id=100001801372722&ref=m_settings&_rdr#871241326279238

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

ইবনে আহমেদ বলেছেন: যতবারই ঐ এলাকায় যাই ততবারই এই ডাক শুনতে হয়! বিরক্তিকর একটা ব্যাপার। পুলিশ জেনেও না জানার ভাব করে বসে আছে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: ফ্রি নাকি?
আপনার ফ্রেন্ডের কথা শুনে হাসছি

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: পুলিশ মনে হয় ওদের কাছ থেকে সপ্তাহিক কিছু নিয়ে মুখ বন্ধ করে রাখে ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন:

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

আমি মিন্টু বলেছেন: হেইই মাম্মা লাগবো নাকি?
মাম্মা কি লাগবো জিনিসটা কি ? ;)
বেশী গোসল করলে শীতের দিন কিন্তু ঠান্ডা লাগবো :P

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

আবু শাকিল বলেছেন: বনানীর কাকলী এরিয়া টা পতিতাদের দালালে ভরে গেছে-
তাদের চোখের চাইনিতেই বোঝা যায়
শালা রা একেক টা ধান্ধা বাজ এবং দালাল।
প্রশাসন সব সময় নীরব।কিচ্ছু বলার নাই।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

মহা সমন্বয় বলেছেন: আগে মগবাজার সবচে বেশি ছিল এখন কাকলীর উপর ভর করছে :P

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: প্রশাসন নিরব ভূমিকা পালন করছে কেউ কিছু বলার নেই কওয়ার নেই শোনার নেই।।। আমরা এসব বিকৃত মস্তিস্কের মানুষদের কাছে জিম্মি!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.