নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/EngineerSaiful.bd

ইঞ্জিনিয়ার সাইফুল

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়!!!! আল-কুরআন সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১.

ইঞ্জিনিয়ার সাইফুল › বিস্তারিত পোস্টঃ

ছাত্রীর নাম "মিচ্চোনিয়া" Part-2

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

সোনিয়াকে পড়াতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছিলাম। মেয়েটা সারাদিন এই প্রশ্ন সেই প্রশ্ন কত যে প্রশ্ন। আর ভুলভাল বাংলিশের যন্ত্রণাতো আছেই। আচমকা সেদিন "মিচ্চোনিয়া" হুট করে জিজ্ঞেস করলো- B:-)
.
- চার ও চার....
- হুম শুনতেছি বলো... /:)
- চার আপনার কি পেচভুক আইটি আচে?
- নট পেচভুক দিস ইজ ফেইসবুক ওকেই? X((
- চার! আপনি কালি আমার বুল দরা নিয়ে ভেস্ত।
- আচ্চা! তাই বুঝি? :(
- হুম! চার দেন্না ফিলিজ আপ্নের পেচভুক আইটিটা
- ইঞ্জিনিয়ার সাইফুল" লিখে সার্চ দেও। :``>>
- চার! চোকে চশমা পড়া দেখতে হ্যাচার মতো এইটা আপনি??
.
- হোয়াট ডু ইয়ু মিন বাই হ্যাচা?? /:)
- চরি চার! প্যাঁচা আর কি!
- আমারে তোমার প্যাঁচার মতো লাগে?? X((
- না তো! আপ্নেরে ত ভোম্বের হিরু চারুক কানের মতো লাগে!
- ইয়া! আল্লাহ্‌ আমারে তুইল্যা নেও! |-)
- চার! কোন চমুইচ্যা??
- প্রবলেম!!!
.
- চার! আপনি কি "ভ্লগার"??
- ব্লগার নট ভ্লগার! :P
- চার! ভলেন্না ফিলিজ!
- ঠিক তেমন না তবে আগে টুকিটাকি ব্লগে লিখতাম। এখন অফ গেছি..
.
আরেকদিন ম্যাথম্যাটিকস করানোর সময়!
.
- চার! ও চার
- হ্যা! কি বলবা তাড়াতাড়ি বলো। 8-|
- আফু! ঝিঙাইচে আপ্নের কোন এপেয়ার আচে কি না?
- ঐদিন না বললাম এফেয়ার আছে! আর ঝিঙা টিংগা এগুলা কি? X(
- চার! হাচা কৈরা কন্না। বাবীর নামডা কি?
- বললাম না -ক্যাটরিনা কাইফ! :|
- চার আপ্নে কালি পান করেন! আমি কিন্তু চিরিয়াচ
- এই! তোমার চিরিয়াচের গুল্লি মারি! তোমার আপুরে বৈল এভাবে নেক্সট টাইম আমাকে জ্বালাতন করলে আমি কিন্ত আর আগামীকাল থেকে আসবো না ওকেই!! X(

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: ভাই বেশ মজা পাইলাম

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: থেঙ্কু চার B-)

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পার্ট ১ বেশি মজার ছিল।

এইটাও ভালো লাগছে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: ধন্যবাদ চার :-B

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

গেম চেঞ্জার বলেছেন: হা হা হা :P

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: :D

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আম আদমি বলেছেন: চার ও চার অনেক চুন্দর হৈচে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

ইঞ্জিনিয়ার সাইফুল বলেছেন: চার ভেন্ডের গান হচন্দ করেন ?? =p~

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

আমিই মিসির আলী বলেছেন: এইটা কি পুরান ঢাকার ভাষা ???

ঁোও চার মজা পাইচি =p~ =p~ =p~

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর হয়েছে , মজা করে পড়েছি , ধন্যবাদ আপনাকে ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আমরাও কিন্তু চিরিয়াচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.