![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়!!!! আল-কুরআন সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১.
আমি যতটুকু জানি যমুনা ফিউচার পার্কে কোয়ালিটি সম্পন্ন জিনিস সেল করে। যেহেতু শপিং মলটি নতুন সেহেতু প্রথম অবস্থায় তাদের মূল উদ্দেশ্য কাস্টমারের সেটিসফেকশন গ্যারান্টি ফুলফিল করা।
.
গত পরসু আমার ল্যাপটপ এর জন্য Windows 7 এর একটা ডিস্ক কিনি। পরে সেটা বাসায় এনে সেটাপ দিলাম কিন্ত রেজিস্ট্রি নেয়ার পরে ফাইনাল স্টেজে গিয়ে আর পিসি রান হচ্ছে না। এভাবে তিনবার সেটাপ দিলাম। অত:পর বুজলাম ডাটা মিসিং।
.
তারপর আবারও আজকে যমুনাতে গেলাম ৫ম তলায় সেই কম্পিউটার এক্সেসরিজ এর দোকানটায়। কম্পিলিন করার পরে তারা চেঞ্জ করে দিল ঠিকই কিন্ত বাসায় এসে এবার সিডি খুলে দেখি ভাঙা স্ক্রেচ পড়া একটা নস্ট সিডি। দেখেই আমার মেজাজটা হট হয়ে গেল।
.
যমুনার মত একটা ওয়ার্ল্ড ওয়াইড শপিং মলল বসে কি তারা গুলিস্তানের মত ধান্ধামি শুরু করছে?? আমি যতটুকু জানি তাদের প্রোডাক্ট গুলি 100% QC করা। তাহলে নষ্ট সিডি দেয়ার মানে কি???
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একদিন সব কিছু চলে যাবে নষ্টদের দখলে।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
তানভীরএফওয়ান বলেছেন: 100% QC করা।নষ্ট সিডি !!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
রক্তিম দিগন্ত বলেছেন: সিডি না কিনে ডাউনলোড করে নিবেন। এছাড়া জেনুইন উইন্ডোজ পাবেন না এখন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: ব্যবসায়ীরা একটু মিথ্যুক বটে।
আপনার জন্য ব্যথিত।