![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়!!!! আল-কুরআন সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১.
মাঝেমধ্যে মাথার মধ্যে কিছু অদ্ভুত চিন্তা ঢুকে। এই যেমন আজ থেকে ২০০৪ সাল প্রায় ১২ বছর আগে সৌর বিদ্যুৎ থেকে শক্তি নিয়ে প্যানেল দিয়ে কিভাবে একটা Private Car বানানো যায় সেই চিন্তায় ঘুম আসতো না। বন্ধু বান্ধবদের বললে তারা বলতো আমার মাথায় নাকি ডিস্টার্ব আছে। তেলের গাড়ি আবার সৌর বিদ্যুৎ দিয়া কেমনে চলবো??
.
ক্লাস এইট থেকে চিন্তাভাবনা শুরু কিন্ত পরে আর কারও সাথেই শেয়ার করলাম না দেখি নিজে কোনদিন পারি কিনা। হয়তো ইঞ্জিনিয়ার হয়ে সপ্নটাকে বাস্তবায়ন করব। গাড়ি কখনোই কিনবো না যতদিন না নিজের পছন্দ মত ডিফারেন্ট একটা গাড়ি না বানাতে পারি।
.
আমার বানানো প্রাইভেট কারের মূল এডভান্টেজ থাকবে-
- আকারে ছোট।
- এলোমনিয়াম বডি।
- গাড়িটার ওজন হবে হালকা।
- গাড়ির উপরটা হবে সোলার প্যানেল।
- সম্পূর্ন ব্যাটারি চালিত।
- প্যাসেঞ্জার মাত্র ২ জন। আমি আর আমার বৌ
- দেখতে হুবহু প্রাইভেট কারের মতোই আকর্ষণীয় হবে।
- প্রাইভেটের বেশিরভাগ সুযোগ সুবিধা বিদ্যমান।
.- রাস্তায় জ্যাম এ থেকে সূর্যের আলো থেকে তাপ শক্তি নিয়ে ব্যাটারি চার্জ হবে। সুতরাং বাসায় ইলেট্রিক থেকে চার্জ দেয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ কৈ য়ের তেলে কৈ ভাজা
.
এতো কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে.... সপ্ন দেখি সপ্ন দেখতে এবং দেখাতে ভালবাসি। আমি পারিনি আপনারা কেউ যদি পারেন তাহলে জানাবেন।
.
একবার ইউনিভার্সিটিতে Environmental Management সাব্জেক্টের একটা প্রজেক্ট জমা দিয়েছিলাম। আমার প্রজেক্টা ছিল সৌরচালিত রোবট। সেটাতে বৈদ্যু ছাড়াই রোবট খুব দ্রুত গতিতে চলতে ফিরতে পারতো এবং লাইট জ্বলতো সম্পূর্ন রিমুট কন্ট্রোল। টোটাল প্রজেক্টে খরচ হয়েছিল প্রায় ৪৫০০ টাকা। স্যারেরা খুশি হয়ে A+ দিয়েছিলেন।
.
একটা কথা কি জানেন? সময় বড়ই ধোকাবাজ। অনেক কিছুই করতে চেয়েছিলাম। কিন্ত কিছুই করা হয়ে উঠেনি। ক্রিয়েটিভ চিন্তাভাবনা মাথায় সারাদিন ঘুরপাক করে। প্রবলেম হচ্ছে সময় এবং টাকা... আর একটু সহযোগীতা...
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০
মহা সমন্বয় বলেছেন: ইনশাআল্লাহ পারবেন।