![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনি মিয়া । গাও গিরামের মানুষ আমি। এর থেইকে বেশি কওয়ার মতন কিছু লেই। তবে একখান কতা, আমি কিন্তুক হচ্চে কি, ধার-কর্জ করিনে। কারণ আমি কৃষকও নই আর আমার একুনু বিয়েই হইনি, তো ছেইলে আসপি কুতথেইকে। আর ছেইলে না থাকলিপরে তো ছেইলের বিয়ের প্রশ্নই আসেনা।
নূপুর বাজে (৫.০০)
বালাম
অ্যালবাম - বালাম
B_____G#m__E______F#
কার পায়ে নূপুর বাজে, বিরহী এ মনের কোণে
E_____G#m_E______F#
কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতিক্ষনে (২)
B______G#m_E______F#
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
B_____G#m_E______F#
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া
__B__G#m__E__F
কিছু ন...য়।
B_____G#m___E____F#
আগুন ঝরা ফাগুন কাটে, জীবনের বাঁকে বাঁকে
B__G#m_E______F#
অশান্ত এই মন, জানিনা যে কারে খোঁজে (২)
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া কিছু নয়।
B____G#m_E______F#
দূর সে সুদূর পাড়ে, ভালোবাসা উঁকি মারে
B__G#m_E____F#
অতৃপ্ত এই মন, শুধুই তোমারে খোঁজে (২)
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া কিছু নয়।
কার পায়ে নূপুর বাজে, বিরহী এ মনের কোণে
কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতিক্ষনে (২)
নিজের সাথে লুকোচুরি, সবই শুন্য মনে হয়
তারে খুঁজে দিশেহারা, এতো প্রেম ছাড়া কিছু নয়।
বালাম ভাইয়ের আরেকটি সুন্দর গান "বালাম" অ্যালবাম থেকে। আসলে এই অ্যালবামের প্রতিটি গানই অত্যন্ত শ্রুতিমধুর। তাই বারবার শুনতে ইচ্ছে করে।
আরও দেখুন -
এক মুঠো রোদ্দুর (বালাম) গানের পূর্ণ লিরিক্স ও গিটার কর্ড
২| ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৪২
গনি মিয়া বলেছেন: হে হে হে... লইজ্জা মিশ্রিত থ্যাঙ্কু-প্যাঙ্কু (ক্লোজআপহাসি)
৩| ০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৬
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: গর্ব ভইরে ওয়েলকাম-টোয়েলকাম!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৩
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: মিয়াভাই,পরীক্কে আইসে সব ভজঘট পাকায় দিচ্চে!!গানটা ভালোমতোন শোনা হয় নাই....শুইনে লিয়ে আবার কমেন্টস দিবো...
তয় মিয়াভাই যকন কইরেচেন....ব্যাটা ঠিকঠাক মতন না যাইয়ে যাবে কনে???