নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্রতচারী পাগল

সৈয়দ আব্দুর রব

রন

সৈয়দ আব্দুর রব › বিস্তারিত পোস্টঃ

"বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক"

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২২

এই লেখা পরে অনেকে আমাকে আওয়ামী লীগ বলতে পারেন। আপনি আমাকে নাস্তিক ও বলুন। তবুও আমি চরম সত্য থেকে বিচ্যুত হবোনা । বিচ্যুত হবোনা আমার ধর্ম পরিচয়, আমার বিশ্বাসের উপর থেকে । হ্যাঁ, আমি সাহাবাগ আন্দোলনকে সাপোর্ট করি । কিন্তু আমার পলিটিক্যাল কোনো পরিচিতি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই। আমি দল হিসাবে ভোট দেইনা, ভোটাধিকার প্রয়োগে প্রার্থীর যোগ্যতাই আমার কাছে মুখ্য বিষয়। কিন্তু সত্য বলতেও কোনো সমস্যা নাই।



দীর্ঘ দিনের ইতিহাস চর্চা এবং ইন্টারনেট এর ধন্যবাদান্তে আজ আমার দীর্ঘ দিনের একটা আশা পূর্ণ হলো। আমার মনস্তাত্ত্বিক একটা বিতর্কের অবসান হলো। কারণ আমার মাথায় সব সময় একটা প্রশ্ন ঘুরপাক করত যে , প্রাথমিক ইতিহাসের সোর্স অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা কে দিয়েছিলেন ? দেশে থাকতে অনেক বই পড়েও আমি সিদ্ধান্ত নিতে পারিনি। বই গুলো রাজনৈতিক পক্ষপাতমূলক মনে হত। অনেক সময় ভাবতাম, যদি মুক্তি যুদ্ধ জাদুঘরে যেতে পারতাম। ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশের হাজার হাজার অভাগা ছাত্রের মত museum বা আর্কাইভ এ যাবার সুযোগ হয়নি। রাত দিন পরিশ্রম করে নিউজ পেপার রিপোর্ট গুলো পড়ে সত্যতা আবিস্কার করতাম। পাইনি সত্য উদঘাটনের সুযোগ।



কিন্তু কথায় আছে "ইচ্ছা থাকলে উপায় হয়". তাই আমার দীর্ঘ দিনের ইতিহাস চর্চা এবং ইন্টারনেট এর ধন্যবাদান্তে আজ আমার কোন দিধা নেই যে বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন । নিউ ইয়র্ক টাইমস , ABC নিউস রিপোর্ট সহ বিশ্বের অনেক নিউস পেপারের রিপোর্ট অনুযায়ী . "'৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষনা দেন। অন্য কেউ নয়। অন্য কোনো দিন নয়। খবরটি প্রচারিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি নিউজে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখেই।"



স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমান এর নাম প্রচার একটা মিথ্যাচার ছাড়া কিছু নয় । আমি এ মিথ্যাচারের বিচার চাই। ইতিহাস বিকৃতির বিচার চাই, কারণ মানুষের সঠিক জন্ম পরিচয় হীন ছাড়া জারজ বলা হয়, কিন্থু সঠিক একটি দেশের ইতিহাস ছাড়া সে দেশকে কি বলা হবে তা আমার জানা নেই।



সঠিক জন্ম পরিচিতি ছাড়া, একটি একটা জাতি বেজন্মা হওয়া যাবে তা কখনো সম্ভব নয় এবং আমরা তা কখনো হতে দেবনা। তাই বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসাবে সরকারী ভাবে declare দেওয়া হোক।



তত্ত্ব সূত্র

১। Click This Link

২। Click This Link

৩। Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: লক্ষ প্রানের বক্ষ রঙিন
রঞ্জিত বাংলার মাঠ ,ময়দান
বুক ফাটা আর্তনাদ আজও
গর্জে উটে আঁধারিয়া মৃত্যুর শ্মশান ।
শক্ত হাতে অশ্র ধরে বাংলার দামালেরা
অগ্নিঝরা উত্তাল দিনের বজ্র সে নিনাদ
কানে বাজে বিভীষিকায় অতি ভয়ংকরে
তবুও শপথ আঁকে বীর বাঙ্গালী
রক্ত দিয়েও স্বাধীনতা আনবে বিজয় করে ।

সবাইকে স্বাধীনতা দিবসের
রক্তিম শুভেচ্ছা

২| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

দেশপ্রেমিক পোলা বলেছেন: মেনে নিলাম স্বাধীনতার ঘোষক শেখ মুজিব, তাতে লাভ কি? শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করতে যে অবদান রেখেছেন তা আমরা ভুলবো না। তাই বলে কি দুর্নীতিবাজ লীগকে ভোট দিতে হবে? মুলত ভোট পাওয়ার জন্যই, কে স্বাধীনতা ঘোষনা করেছে সেটি প্রমানের চেষ্টা করে দুই দল।

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

সৈয়দ আব্দুর রব বলেছেন: ভাই ভোট ভোটাধিকার প্রয়োগে প্রার্থীর যোগ্যতাই মুখ্য বিষয়। আমার কাছে দল মুখ্য বিষয় নয়। বেসি কোরে ভালো লোক কে নিরবাচিত করতে পারলেই। দেশের উন্নয়ন সোম্বন। দুর্নীতিবাজ লীগ নয়। আবার বি ন পি ও নয়। বি ন পি ও লীগের কিচু লোক দুর্নীতিবাজ তাদের পোরিহার কোরুন।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

রাসেল ভাই বলেছেন: বাহ! আপনিতো দারুন ইতিহাসবিদ হইয়া গেছেন । এর পুরস্কার হিসাবে আপনারে কানের লতির নিচে ঠাডায়া দুইটা বন চটকানা দিতে ইচ্ছে করতাছে । কেমনে যে দিই ( আপসোসের ইমো হবে ) ।

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:৩১

সৈয়দ আব্দুর রব বলেছেন: আপনার মত কাটাল পাটার ছাগু আমার লেখা না পড়লে কুন সমস্সা নাই।আপনার মত সাগোলদের জন্ন্য দেশের এই আবস্টা

৪| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

মেহেদী হাসান '' বলেছেন: দেশপ্রেমিক পোলার কমেন্টে ১০০+,
লেখকের পোস্টে ১০০- ,
স্বাধীনতা ঘোষক নিয়ে রাজনীতি তরান্বিত করছেন আপনি,
দেশের সব মানুষই জানে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন
জিয়াউর রহমান।

২৪ শে মে, ২০১৩ সকাল ৭:২৪

সৈয়দ আব্দুর রব বলেছেন: বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেননি, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পএ টি পাট করেছেন। পাটক এবং ঘোষক এক না।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
লেখক বলেছেন: ভাই ভোট ভোটাধিকার প্রয়োগে প্রার্থীর যোগ্যতাই মুখ্য বিষয়। আমার কাছে দল মুখ্য বিষয় নয়। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আওমী থৈক্কা সেলিম বিএনপি থৈক্কা পিন্টু

কে যোগ্য - এখন কইবেন যে কম সন্ত্রাসী লু রে লু - ভালু মানুষ রাজনীতিতে ভাত পায় না

৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

মো: আতিকুর রহমান বলেছেন: রাসেল ভাই বলেছেন: বাহ! আপনিতো দারুন ইতিহাসবিদ হইয়া গেছেন । এর পুরস্কার হিসাবে আপনারে কানের লতির নিচে ঠাডায়া দুইটা বন চটকানা দিতে ইচ্ছে করতাছে । কেমনে যে দিই ( আপসোসের ইমো হবে ) ।


এটা পড়ে আমি হাসতেই আছি =p~ =p~ =p~ =p~ =p~

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭

সৈয়দ আব্দুর রব বলেছেন: আপণি হাসিতেছেন কারন কুততার পেটে ত আর ঘি হজম হোয়না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.