![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাও দেখেছি তোকে
নাহ!! মনে পড়ছে না'ত
বল কি?
আমাকে?
নাহ!! কথাও দেখিনি
তোকে?
তবুও চেনা চেনা লাগে
দেখে?
এই পাগলা দাড়া
পাইসস টা কি?
মস্করা করিসনাকি?
না, না, কও কি?
এই!! তোর চোখ দুটো সুন্দর
নাক দেখেই ফাসি
তর মুখ ভরা
প্রাণ জুড়ানো হাসি!!
ওই পাইছস তা কি?
তর কি নাই লজ্জা শরম
মাইয়া দেখলে হয়
কি? মাথা গরম!!
আরে নাহ!! ভাবসিলাম
বলব মাকে!!
কি?
ইয়ে,ম্ম্মানে, যদি নিয়ে আসে
তোকে?
সখ কথ
দাড়া পাজি
মজা দেখছি
আজি??
©somewhere in net ltd.