![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের পিছে ঘুরছে মানুষ
করে টাকা টাকা
ইঞ্জিন হীন গাড়ি এক্কান
চলছে আকা বাঁকা।
টাকার মধে সুখ কি আছে
পিছন ফিরে থাকা
টাকার মধে আছে কি দেখ
সুখের চিন্ন আকা।
সুখ গাড়ির পাগল সভাই
টাকাই দুখের মূল
ডাকাত ধরেছে টাকার জন্য
টাকাই আমার ভুল।
টাকা নাই, পয়সা নাই
ভয় ও নাই তাতে
টাকার জন্য জীবনটাই
হলো কেল্লা ফথে।
©somewhere in net ltd.