নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইরাজ আহমেদ

শুরু হল পথচলা

ইরাজ আহমেদ

লেখালেখি ব্যাপারটা আমার কখনই আসেনি। কিন্তু না আসলে চেষ্টা করা যাবে না কে বলেছে ......।

ইরাজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমিয়াখুম বিজয়ের গল্প - বান্দরবান ভ্রমণ দ্বিতীয় পর্ব

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৮

দ্বিতীয় দিনের অভিযান শুরু হল সূর্যের আলো ফুটতেই। সকালে খাওয়া দাওয়া সেরে নিলাম ৭.৩০ এর মধ্যেই। আবার ও ভাত আর মুরগি, সাথে ডাল। পথে খাওয়ার জন্য বিস্কিট কিনে নিলাম সবাই কারণ মাঝে খাওয়ার জিনিস কেনার মত জায়গা আর পাওয়া যাবে না। হালকা ওষুধপত্র ও কেনা হল।















তিন্দু থেকে রেমাক্রির পথে



৮ টার দিকে আবার নৌকা ভ্রমণ শুরু। পথে বড় পাথরে যা দেখলাম অবর্ণনীয়। পাহাড় থেকে পাথর ভেঙ্গে নদীতে পড়ে আছে। এর মাঝে সবচেয়ে বড় যে পাথরটা ওটার নাম রাজাপাথর। বড় পাথরের ধারে চাইলে ক্যাম্পিং ও করা যায়। এবার ও বেশ কিছু জায়গায় নামতে হল পানি কম থাকায়। মজার ব্যাপার সকালের পানি যত ঠাণ্ডা হবে ভেবেছিলাম তারচেয়ে অনেক গরম ছিল। নৌকার তলা প্রায়ই নিচের পাথরে আটকে যাচ্ছিল। মাঝি দক্ষতার সাথে তার মাঝ দিয়েই নৌকা বেয়ে চলল।







দেবতার পাহাড়











বড় পাথরের কিছু দৃশ্য







রাজাপাথর



প্রায় দুঘণ্টা লাগল রেমাক্রি পৌঁছাতে। রেমাক্রি গিয়ে সবচেয়ে ভাল যে কাজটা করেছি তা হল একজোড়া স্যান্ডেল কেনা। ১৫০ টাকা দিয়ে একজোড়া বার্মিজ স্যান্ডেল কিনেছিলাম। পরে বুঝেছি ওটা না থাকলে পাহাড়ে ওঠার সময় কি বিপদে পড়তে হত।



এখন শুরু হল আমাদের আসল ট্যুর। রেমাক্রি থেকে হাঁটা শুরু হল। রাস্তা বেশ ভালই, পাহাড়িদের ভাষায় সমতল আর আমাদের ভাষায় পাথুরে রাস্তা। দুপাশে পাহাড়, মাঝখানে রেমাক্রি খাল। পানির গভীরতা নেই, হাঁটু পানি খুব বেশি হলে। পাহাড়ের গা ধরে এগিয়ে গেলাম আমরা। প্রায় পনে দুঘণ্টা পর পৌঁছালাম নাফাখুম ঝর্ণায়। জীবনের প্রথম নিজের চোখে দেখা প্রাকৃতিক ঝর্ণা, এক কথায় অসাধারণ। অনেকদূর থেকেই ঝর্ণার আওয়াজ পাওয়া যায়। সবাই সেখানে হালকা খাওয়া দাওয়া সারলাম। কেউ কেউ গোসল করল ঝর্ণার পানিতে। শীতকালে নাফাখুম বেশ ছোট দেখালেও বর্ষায় এর আসল রূপ দেখা যায়।







রেমাক্রি থেকে যাত্রার শুরু







নাফাখুমের পথে















নাফাখুম



নাফাখুমে ঘণ্টা খানেক কাটানোর পর আবার হাঁটা শুরু হল। পাহাড়ি রাস্তায় হাঁটার অনুভূতিই অন্যরকম। নিজেকে টারজান মনে হয়। B-) B-) সবার মাঝে কিছুটা উত্তেজনা, কিছুটা অজানার ভয়। এখনকার সমতল আগের চেয়ে একটু খারাপ এবং কিঞ্চিত বিপদজনক। ঠিক করা ছিল থাকা হবে জিন্না পাড়ায়। প্রায় ৩ ঘণ্টা হাঁটার পর বিকেলের দিকে সেখানে পৌঁছালাম। সেটা ছোটখাটো একটা টিলার উপরে। সেখানে উঠতেই জিহ্বা বের হয়ে গেছে সবার। শুনলাম কিছুদূরেই একটা পাড়ায় নাকি নেটওয়ার্ক আছে। ওটা একটা নতুন পাড়া। ওখানেই যাব ঠিক করলাম। যেতে যে অবস্থা হল সবার বলাই বাহুল্য। মাঝে একটা বিশাল পাহাড় টপকিয়ে সেখানে যেতে হয়। ওঠানামার রাস্তা দুটাই বেশ খাড়া। নামার সময় দৌড়িয়ে নামা বুদ্ধিমানের কাজ। তাহলে পায়ে চাপ কম পড়ে, পিছলাবার ভয়ও কম থাকে। কিভাবে উঠেছি ভাবতে এখনও ভয় লাগে। আর পিঠের ব্যাগটাকে মনে হচ্ছিল ১০০ কেজি ওজনের বোঝা। পাড়াটা যে পাহাড়ের উপর সেটায় ওঠার ট্রেইল বেশ ভাল, তবে ওঠার কষ্ট তো একই। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। হতাশার কথা সেখানে গিয়েও আমরা দেখলাম নেটওয়ার্ক নেই। কারো শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই।







জিন্না পাড়া থেকে নতুন পাড়া







দেখতে সুন্দর হলেও উঠতে গেলে আর সুন্দর লাগে না



সাদেক ভাই ইতিমধ্যে থাকার জায়গা ঠিক করে ফেলেছে। উঠলাম পাড়ার কারবারির বাসায়। কারবারি হল পাড়ার প্রধান। ওখানে গিয়ে সবাই যেটা করলাম সেটা হল ব্যাগগুলো ছুঁড়ে ফেলে বারান্দাতেই শুয়ে কাত। যাই হোক সেরাত সেখানেই কাটালাম। রাতে দেখলাম আশপাশের সব বাড়ির মানুষজন একত্রে জড়ো হয়ে বাংলা মুভি দেখছে। সিনেমার নাম বাঘা ও বাঘিনী। এই সিনেমাও আমার কাছে অনেক বিনোদনের মনে হচ্ছিল তখন। আমাদের যখন এই দুরবস্থা বেচারা সাদেক ভাই তখন রান্নার আয়োজন করছিল। পাড়া থেকে বনমুরগি, চাল আর চালকুমড়া কিনতে হয়। মুরগির দাম প্রতি কেজি ৩৫০ টাকা। থাকা খরচ আগের মতই জনপ্রতি ১০০ টাকা। রাতে সেদিন খেলাম রাক্ষসের মত। খেয়ে আর দেরি না করে সাথে সাথেই ঘুমিয়ে গেলাম। সামনে দীর্ঘ যাত্রা অপেক্ষা করছে।



পরবর্তী পর্বে থাকছে আমিয়াখুম ঝর্ণা আবিষ্কার।



অন্যান্য পর্বের লিঙ্কঃ



Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:০৩

মুশাসি বলেছেন: প্লাস++ শোকেসে নিলাম ভাই।
গত জানুয়ারীতে কেওকারাডং ঘুরে এসেছি B-) নাফাখুমে যাওয়ার প্ল্যান চলছে। আপনি তো দেখি লিস্টে নতুন নতুন নাম যোগ করছেন

পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম :)

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:০৭

ইরাজ আহমেদ বলেছেন: ভাই সকল পর্ব প্রকাশিত হয়ে গেছে। অনভিজ্ঞ বান্দার ভুলে এই পোস্টটি ডিলিট হয়ে যাওয়ায় রিপোস্ট দিলাম এটি। এই পোস্ট এর শেষে সব পর্বের লিঙ্ক রয়েছে।

আপনাদের ভ্রমণ শুভ হোক। ধন্যবাদ।

২| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৩২

বিষন্ন একা বলেছেন: +++

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৪

ইরাজ আহমেদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

সপ্নাতুর আহসান বলেছেন: গেছিলাম গত বছর। ছবি + বর্ণনা সুন্দর।

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩২

ইরাজ আহমেদ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর লেগেছে ছবি আর লেখা :)
++++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২১

ইরাজ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

বোকামন বলেছেন:
চমৎকার একটি পোস্ট !! পোস্টে ভ্রমন করতে খুব ভালো লাগলো :-)
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ..........।
কৃতজ্ঞতা।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ইরাজ আহমেদ বলেছেন: ভাই সকল পর্ব প্রকাশিত হয়ে গেছে। অনভিজ্ঞ বান্দার ভুলে এই পোস্টটি ডিলিট হয়ে যাওয়ায় রিপোস্ট দিয়েছিলাম এটি। এই পোস্ট এর শেষে সব পর্বের লিঙ্ক রয়েছে।

ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম হইছে !!!!!!!!!!!



অনেক +++++++++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

ইরাজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৭| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

মহামহোপাধ্যায় বলেছেন: নাফাকুমের পরে আর এগোতে পারিনি :(

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

ইরাজ আহমেদ বলেছেন: নাফাখুম অসাধারণ জায়গা, কিন্তু পোস্টের কথা যদি আবার বলি আমিয়াখুম এবং তার আশেপাশের জায়গাগুলো অবিশ্বাস্য। পরের পর্বের ছবি গুলো দেখলেই বুঝবেন।

পরেরবার আশা করি মিস করবেন না।

ধন্যবাদ। :)

৮| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

আরািফন বলেছেন: আপেন তো আমিয়াখুম পর্যন্ত গেছেন কিন্তু আমরা বগালেক পর্যন্ত
খুব ইচ্ছা ছিল আমিয়াখুম পর্যন্ত যাব .........

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

ইরাজ আহমেদ বলেছেন: পরবর্তী বার মিস করবেন না আসা করি। আমিয়াখুম এখনও শতভাগ প্রাকৃতিক। যত তাড়াতাড়ি যাবেন এমনটা পাওয়ার সুযোগ বেশি।

মানুষ যেখানে বেশি যায় সেই জায়গাটাকেই নষ্ট করে ফেলে। বগালেক দেখে আমার তেমন অনুভূতিই হয়েছিল।

ধন্যবাদ।

৯| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার জায়গার চমৎকার সব ছবি।
আমারো এভাবে বেড়াতে ইচ্ছা করে, কিন্তু যাওয়া হয় না ||

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪২

ইরাজ আহমেদ বলেছেন: একবার বেরিয়ে পড়ুন। দেখবেন এরপর থেকে বেরোতেই থাকবেন।

ধন্যবাদ। :)

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

প্রত্যাবর্তন@ বলেছেন: অসাধারণ

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

ইরাজ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

dipto181 বলেছেন: X( X( X( X( X( X( X( X( X(( X(( X(( আমি যাইতে পারলাম না।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

ইরাজ আহমেদ বলেছেন: বেটার লাক নেক্সট টাইম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.