| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে রাত্রি ছিল নিরুত্তাপ কবিতার মত
আঁধারে লুকিয়ে ছিল মনের দরজা খোলা ছবি
শতাব্দী কেটে গেছে,এক ভোর আসবার আগে
বিশ বছরের পুরনো বাড়ির ভঙ্গুর ছাদে
একলা জেগেছি কত, সঙ্গীহীন, তবু নির্ভয়ে
লৌকিক সব ভুলে,নোনা দেয়ালের ঘ্রাণ নিয়ে
দূরের দালানগুলো ঝাপসা হয়েছে কুয়াশাতে
কত মমতায় ভালো বেসে গেছে,বেদনারা যত।
নিঃসঙ্গতা ছিল,জন্ম থেকেই সে প্রেয়সী
হিমেল বাতাস আর নীরবতা যত হিরণ্ময়
মনের কোণায় জমে,রেখে গেছে তাদের সাক্ষর
স্বপ্নের গুঁড়োগুলো উড়িয়ে দিয়েছি সবখানে।
স্মৃতির দরজা খুঁজি, বছর দশেক বাদে এসে
নির্ঘুম রাতে,তবু ধ্রবক হতাশার আশ্রয়ে
কোলাহলে বেঁচে আছি,চোখ মুখ বুজে কোনভাবে
একদিন রাত ছিল,আজো আছে,তবু রাত নেই।
©somewhere in net ltd.