![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো সে ডেকেছিল, বিষন্ন বৃষ্টির অকালবোধণে
দেহে নোনা ঘ্রান ছুঁয়ে, বাড়িয়ে বিষন্ন ধুসর কুয়াশা
রঙ হাত, তবু ধরি নি সে শীতল নির্জন আঙুল, আমি
অমানুষ, তবু ঘুমিয়ে পড়েছি একা অন্তরীণ
শামুকের মত এই নির্বাক আঁধার খোলসে।
মাঝে মাঝে ক্লান্তি মাখা চোখ তুলে দেখি এক নির্বাক
অভিমান জড়ো হয়ে থাকে, ঐ জানলার কাঁচে অবাঞ্ছিত
এক ফোঁটা বৃষ্টি হয়ে, আমি তবু স্পর্শ করি নি তার
পেলব শরীর, অর্থহীন কষ্টের মত সুন্দর, আমি
খুঁজি নি তার কাছে দ্বিধার আশ্রয় বাঁচবার, শুধু এই
অশ্লেষ প্রেমে স্বপ্ন বানাই একা, মুমূর্ষ আলো ঢেকে
পরিচিত অন্ধকারে, উদ্ধত স্বার্থপর স্বস্তি খুঁজেছি শুধু
স্বাধীন এ নিঃশ্বাস- প্রশ্বাসে, তবুও তো নেই ভাগীদার,
আমি মানুষ হব না ভেবে, বিবর্ণ ব্যথাতুর প্রাণ
শুধু চোখ বুজে টিকে আছি, জন্ম মৃত্যু এখনো সমান।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
ইরিবাসের রাত বলেছেন: বিষন্নতাতেই যে মোক্ষ দাদা!অনেক ধন্যবাদ,শুভকামনা কাম্য রইল।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: ইবিকাসের বংশধর বইটা পড়েছেন? পাঞ্জেরী থেকে বের হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
ইরিবাসের রাত বলেছেন: বইখানা তো পড়া হয় নি দাদা!কি বিষয়ে?
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা ভাল লেগেছে ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
ইরিবাসের রাত বলেছেন: অনেক ধন্যবাদ দাদা, শুভকামনাই কাম্য।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: একই কবিতায় দুইটা ইমেজ পাইছি। এইটা কি সচেতন প্রয়াস?
অনেকক্ষেত্রে পুরনো লেখায় সংযোজনবিয়োজনের মাত্রা বেশি হলে এইরকম হয়। কারণ দুইটা টাইমে আমি সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
ইরিবাসের রাত বলেছেন: সচেতন প্রয়াসই দাদা ,হয়তো প্রথম ইমেজ খানা মুখোশ কিংবা বহির্খোলস, পরের ইমেজে ভেতরের সত্যিকারের মানুষটার বিষাদগ্রস্থ স্বীকারোক্তি!
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: ইরিবাসের রাত ,
শেষের লাইনটি মনে রাখার মতো ।
ভালো হয়েছে কবিতা ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
ইরিবাসের রাত বলেছেন: অনেক ধন্যবাদ, ভালবাসা রইল।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৪
সৈয়দ ইসলাম বলেছেন:
বাহ, ভাল হয়েছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
ইরিবাসের রাত বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: একা একা স্বপ্ন দেখে বিষণ্ণতায় ভুগছেন? কবিতা অনেক সুন্দর হয়েছে।