![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপরে আরো দূরে, আলোছায়াঘেরা
নির্জন হেডিসের বাসিন্দা হতে আমি
শুণ্যতার গোলকধাঁধায়,লুকোন অলিগলি
ধরে বিষন্ন পথিক হব- আরেকটু দূরেই
নদী,পার হলে ভুলে যাব সবকিছু,
আপন ও পর, ভালোবাসা, চেনাজানা
সমস্ত যন্ত্রনা- সব হাসিমুখ মুছে যাবে
তাই মুছে যাক, কী গভীর অভিমানে
হয়তো ভাবব আমি- বুড়ো মাঝি!আমি যে
তোমারই মতোন ছিলাম, নিঃসঙ্গ ফ্যাকাসে কেও
কৈশোরে অবিরত কত সুখ করে গেছি
এপার- ওপার!তবু অমুল্য খুশি যত
প্রেয়সীর এতটুকু ঝিকিমিকি হাসির মতোন
সুখ- পাই নি অধিকার ছুঁয়ে দেখার
শুধু স্মৃতির বিষন্ন ঘ্রাণে
নেশাতুর হয়ে কেটে গেছে জীবন কান্নায়!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০
ইরিবাসের রাত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০
ইরিবাসের রাত বলেছেন: আপনাদের আশীর্বাদে। শুভকামনা কাম্য দাদা, ধন্য হলাম।
৩| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
জাহিদ অনিক বলেছেন:
জীবন নেশাতুর হয়েই কেটে যায় --------
৪| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৪
রবাহূত বলেছেন: বিষণ্ণ সুন্দর!
০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১২
ইরিবাসের রাত বলেছেন: বহুদিন পরে ফেরা। অনেক ধন্যবাদ, শুভ কামনাই কাম্য সব সময়ে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
অনেক আবেগ, অনেক কথা, সুন্দর