![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
অনেক দিন পর আবার
হয়তো কতশত রাত পেরিয়ে গেছে
তারপরের এক রাত ;
শুক্লার সপ্তমীর চাদ আকাশে -
মাতামহের ভিটায় আজো
আমের শাখার ফাকে
সে রাতের মতো এখনো জোছনা ফোটে ।
গোরস্থানের পাশে যে বাশ ঝাড়টা ছিল
বিকেলে দেখেছি সেটা আর নেই ;
তবু নীড়হারা বিরহী পাখিরা
রাতে দু'একবার ডানা ঝাপটেছে,
হু হু সুরে ডেকেছে অন্ধকারে দেখা
কালচে বাদামি রঙের পাখিটা ।
সেদিনও ডেকেছিল এর পিতা-পিতামহরা ।
তারপর ফরাস ডাঙার মাঠটা ঘুরে এলাম
ঘুরে এলাম পাঠশালার বারান্দা ;
জানি নিরর্থক সবই
তবু মিথ্যে সান্ত্বনা ।
বন্ধুরা যারা সাথে ছিল তারা আজ আর কেউ নেই ।
ব্যথিত মনোরথে ফিরে এলাম নীড়ে ।
তুমি শুয়েছিলে যে পালঙে
তার আর কিছুই অবশিষ্ট নেই
সেই তোমার হাসি বুঝি
টিকটিকিটা চুরি করেছিল
তাই তার মুখে খবর পেলাম :
আরো কতশত রাত এখানে
ঠিক সে রাতের মতো
আম পাতার ফাকে জোছনা ফুটবে,
নীড়হারা পাখিরা অভ্যাসবশত
আরো কয়েক যুগ ডেকে যাবে ;
শুধু তুমি যে একটি রাতের তরে এসছিলে
সেই তুমি আর আসবে না ।
©somewhere in net ltd.