![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
হিমের গন্ধে ঝরে যায় বন
সবুজ বাংলা হলুদ হয়।
কুয়াশার শাদা অন্ধকার
যেন ডেকে নিয়ে আসে
রোদহীন পৃথিবীর রূপকথা।
আমাদের পৃথিবীরই কত রূপ
কথা হয়ে ঘুরে,
উড়ে পাতায় পাতায়
শিশিরের ডানায় কিংবা
ধবল শীতের নি:শব্দ কোলাহলে।
তোমার রূপ, কথা
কত দিন দেখি না, শুনি না আমি,
তবু দেখি ভাসে
আসে কানে কানে -
ঘরহীন পাখির পাখনায়
কত কাহিনী তুমি যেন।
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
প্রান্তিক জন বলেছেন: একটা নাম দিয়ে দেন না ভাই।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫
পাঠক১৯৭১ বলেছেন: একটা নাম হতে পারে: হৃদয়পটে আঁকা তোমার ছবি
৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫
রসায়ন বলেছেন: name: //সেই তুমি//
৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
প্রান্তিক জন বলেছেন: রসায়ন ভাইয়েরটা ঠিক থাকল, তুমি সেই।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নাম নামহীন হতে পারে । কীংবা অনামিকা
৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
প্রান্তিক জন বলেছেন: হতে পারে বৈকি। ধন্যবাদ সেলিম ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩
নাহিদ রুদ্রনীল বলেছেন: কবিতাঃ তোমার রূপ নাম দেয়া যেতে পারে :-)