![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
সেই কাহিনীর দেশ -
যেখানে ভোরের নদী সোনা ঝলমল;
দিন কাটে কি এক গভীর আবেশে
কৃষাণেরে ডেকে নিয়ে যায় কৃষাণী
পাখিরে আকাশ।
সন্ধ্যার ভোর -
যেন রূপকথক এসে আহ্বান করে আমারে,
জানালায় এসে হানা দেয় সওদাগরী বাতাস
রাতের অচেনা সুরেরা কড়া নাড়ে গৃহস্থের আঙিনায়
যেই সব নারীরা একদিন আলো বিলাতো প্রাসাদে -
এই গান তাদের।
আমারেও ডাকে তারা -
তুমিও কি ডাকনি একদিন!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪১
খেয়া ঘাট বলেছেন: ++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
প্রান্তিক জন বলেছেন: আমাদের দুজনের স্বপ্নটাই আসলে এক। যা কোন দিন পূরণ হবে না। এবং হবেনা বলেই তা আমরা দেখি এবং কত মহৎ সে স্বপ্ন।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ, ঠিক আমি যেমন দেশের স্বপ্নটা সব সময় দেখে থাকি।