![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
মেঘ খন্ড ভেসে যেতে পারে
দূর-দূরান্তে
আমার সে ক্ষমতা কই
স্থবিরের মতো পড়ে থাকি তাই
সকাল-সন্ধ্যা গৃহ কোণে;
কিন্তু মন, সে তো তোমারই
খোঁজে বাহিরে থাকে।
প্রভাত সমীরে ভোরের পাখির গান;
বল তাকে কোথায় পেল সে-
তুমি শুনবে, কবি তাই পাঠিয়েছে
পাখি বলবে।
তোমার বাগানের ফোটা ফুল-
ও যে আমারই জেগে থাকার প্রমাণ দিবে,
লাজ নিও না, আধো রাতে
চাঁদের সাথে লুকোচুরি করার ছলে
কবির এ বন্দি মন
তোমায় যে দেখে ফিরে।
ভুলো মন তোমার
কিছুই রাখ না মনে।
©somewhere in net ltd.