![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
**** মহুয়া****
**************
আমারও ইচ্ছে করে ঘর বাঁধি -
মহুয়াকে গিয়ে বলি, চল পালাই;
তোমার নদের চাঁদ ফিরে এসেছে।
মহুয়া হেসেই খুন- বেদের জাতেরে চেননা-
বড় বেহুশ জাতি, এদের ঘাটের ঠিক নেই।
তোমার জন্য দেওয়ানি ছেড়েছি মহুয়া
আমার কোনো অতীত নেই, সব বিকিয়েছি।
করেছ সর্বনাশ! হুমরা বেদে
আরো কতো মহুয়াকে করেছে চুরি
গলায় পড়িয়েছে বিষলক্ষের ফাঁস,
আর তার আঙিনায় কাল সাপের নিত্য পহরা।
নদের চাঁদ, তুমি ডুবেছ;
জাত, কুল হারিয়ে ভিখারিণী আমি আজ।
১৬/১০/২০১৪
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫
প্রান্তিক জন বলেছেন: শুকরিয়া জনাব!
২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
বলাক০৪ বলেছেন: হুম, আমাকেও একদিন বলেছিলো তিরিশ বছর আগে
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৬
প্রান্তিক জন বলেছেন: আপনার তিরিশ বছর আবার ফিরে আসুক।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৪
কালো যাদুকর বলেছেন: বেদে জাত চিনি না। তবে কবিতায় খানিকটা এদের চরিত্র প্রকাশ পেয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৭
প্রান্তিক জন বলেছেন: সেটা কি রকম যাদুকর ভাই?
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লেখনী ।
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮
প্রান্তিক জন বলেছেন: শুকরিয়া!
৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১১
তাওহীদ৭১তমাল বলেছেন: সুন্দর
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৯
প্রান্তিক জন বলেছেন: ধন্যবাদ তমাল ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।
শুভেচ্ছা