![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
হিমালয়ের উচ্চতা চাই নি,
চেয়েছিলাম বিস্তৃতি আর গভীরতা।
কিন্তু আমার নদী আমাকে বিিচ্ছন্ন
করেছিল জনপদে।
তবু আমি বণিক ছিলাম,
শত বন্দরে নোঙর করেছে আমার নৌকা,
কত ঘাটের খেয়েছি জল।
বাণিজ্য করেছি, লুণ্ঠন করিনি কোথাও-
আমার বাংলা তাই সোনা ঝলমল,
রূপ তার ধরেনা কোথাও।
বাণিজ্য শেষে যতবার ফিরেছি ঘাটে,
দেখেছি
আমার গোলার ধান
লুটেরা জ্বালিয়ে দিয়েছে ক্রোধে।
বাণিজ্য ছেড়ে লাঙল ধরেছি
পর্বত কন্যার শুভ্র রূপে তবু করিনি লোভ-
কৃষক পুত্র এই শিবের কাছে তুমিই
এসেছিলে, পার্বতী!
জানতে, সুখের ছিটে-ফোটাও নেই
আমার ঘরে।
তোমার আগমন সমৃদ্ধি দিয়েছিল যদিও,
কিন্তু দেবত্বের অহঙ্কার
ক্ষমা করেনি আমাকে-
ভাসিয়েছে, ডুবিয়েছে, নিঃশেষ
করেছে আমার আবাস।
এ খেলার বিরাম নেই এখনও-
এবার শুকিয়ে মারার পালা।
আমার ধ্বংসে ও যে কি হারাবে
যদি জানত হিমালয়।
©somewhere in net ltd.