![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
***কবিতার ইশতেহার***
------------------------------------
তোমার বুকের উষ্ণতায়ও খেলা করে স্বার্থবুদ্ধির কপটতা---
তা আমি জানি; তবু ভালবাসি একান্ত বিশ্বাসে।
তোমার জন্যই এই কবিকেউ মাঝে মাঝে দূরাচারী হতে হয়,
তবু তুমি তারে প্রশ্রয় দাও আপন বলেই।
কিন্তু কবিতা কারো অনুগামী নয়, সে আপোষ মানে না।
সে ডাইনী, রাক্ষসী কিংবা পিশাচের খাচায় বন্দি হয়েও বলবে---
আমি রাজ্যসহ রাজকুমারী দু'পায়ে দলতে পারি মুক্তির আশায়।
কবিতা ভিখারী রাঘবকেই আখ্যা দিয়েছে পররাজ্যাশ্রয়ী রাক্ষস।
ক্ষমতা লোভী এজিদের খড়গের নিচে মাথা পেতেও
কবিতার প্রতিটি শব্দ চিৎকার করে বলবে-- গণশত্রু, তোরা বিদায় হ।
আমি তোদের ভ্রষ্ট প্রণয়ের কুলাঙ্গারদের শেণদৃষ্টি থেকে বাঁচতে চাইঃ
তোরা বিদায় হ, বিদায় হ।
২০/০১/২০১৫।
©somewhere in net ltd.