নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রান্তিক জন

মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।

প্রান্তিক জন

চিন্হ মোর নাই বা রইল কোনো ।

প্রান্তিক জন › বিস্তারিত পোস্টঃ

অরাজকীয়

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৭

**অরাজকীয়**
-------------------
নিজের ঘরটাও আজ আমার দেশ নয়;
এখানেও সঙিন হাতে ঢুকে পড়ে নৈরাজ্যকামী রাজার লাঠিয়াল ।
আমার মন অধিকার হারিয়েছে অসীমতার,
এখনও চলে সীমার সংবিধানের দৌরাত্ন্যাচর।
এখানে যা লিখার --জলের উপর আঙুল নাচিয়ে
সারা জীবন লিখে যাও--কেউ কিচ্ছু বলবে না।
তোমার যা বক্তব্য -- কাঁথার নিচেই তা সবচেয়ে বেশি নিরাপদ।
রাজার উদ্যানে ব্যভিচারেও বাঁধা নেই,
নিজের উঠোনে একটু হাসি বিনিময়ও আইনত অপরাধ।
বুদ্ধি এখানে কায়েম করেছে রুজির রাজত্ব;
মুখের সাথে বিবেকের তাই যোজন দূরত্ব বিরাজমান।
এ এমন এক দেশ--যেখানে শান্তি নামে কোনো ভ্রুণই নেই--
তবু রোজ সকালের সোনালী সূর্য এখনও প্রাচীন,
পূর্ণিমায় অজস্র জোছনা ক্ষরণেও চাঁদ কুমারী লাজুক,
বিতাড়িত আরব নাবিক হাতছানি দেয় মৌসুমী বাতাসে,
জমিদার পুত্র ঘরছাড়া হয় বেদে কন্যার হাত ধরে,
কুকুরের ঘেউ ঘেউ গৃহস্থকে আশ্বস্ত করে রাতের অাধারে;
কিন্তু রাজত্বের লোভ--শূকরের ঘোঁৎ ঘোঁৎ থেকেও পঙ্কিলময়।
০১/০২/২০১৫
সখিপুর।:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.