নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রান্তিক জন

মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।

প্রান্তিক জন

চিন্হ মোর নাই বা রইল কোনো ।

প্রান্তিক জন › বিস্তারিত পোস্টঃ

অনুরোধ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৮

**অনুরোধ**
---------------
তার চেয়ে বরং নির্বাসনই দাও--
সত্য বচনে যখন তোমাদের এত ভয়,
আর আমার পক্ষেও সম্ভব নয় চুপ থাকা;
মান থাকতে ভালোই ভালোই কেটে পড়াই
ভাল।
কিন্তু যাব যে--
অসভ্য সভ্যতার প্রত্যেকটি দেশই
আমাকে নিয় শংকিত।
প্রত্যেক সীমান্তে আমার নামে সমন
জারি করা;
বরং ওরা দখলকেই রক্ষার হাতিয়ার
বানিয়েছে।
বিশ্বাস করো, তোমাদের
জাদুকররা বাংলার কামাখ্যায় বসে
যে নব নব মন্ত্র ফুকছে--তাতে আমার
আরো ভয়!
তোমাদের মন্ত্র
পড়া কড়িগুলো আমাকে এফোঁর ওফোঁর করছে
কোনো আইন-আদালতের
তোয়াক্কা না করেই।
ভেবে দেখলাম, আমার বরং লাভই
হচ্ছে তাতে;
আমিতো কেবল নির্বাসনই
দাবি করেছিলাম--
তোমরা বন্দোবস্থ করেছ সাড়ে তিন হাত
আয়তনের একটি দেশ,
দু' দু'টি পতাকা, কাঁটাতারের
বদলে সীমান্ত প্রাচীর।
আমার দেহের সার্বভৌমত্বের অধিকার
তোমরাই দিয়েছ আদায় করে,
এমন ইনসাফের নজির সভ্যতার
ইতিহাসে খুব বেশি নেই বোধ হয়।
সহজে ভাবা যায় বটে, কিন্তু সমস্যা ভীষণ
প্রকটতর;--
চাঁদের অনুদার কৃপণতার মাঝেও যার রূপের
অস্তিত্ব টের পাই আমি
হাত বাড়ালেই তার অপেক্ষায়
আছে কড়িবাজ থেকে ধারিবাজ পর্যন্ত।
কিন্তু আমার মা এই বিশ্ব শাসনের
বিনিময়েও কেবল তার সন্তানকেই
দাবি করবে।
তার মাতৃত্বের আর্ত চিৎকার তোমাদের
দূষিত গর্ভকেও ছাড়বে না।
নির্বাসনের যে দুরভিসন্ধি তোমরা এটেছ,
তা ভুলে যাও---
প্রতিবাদ নয়, এ আমার মায়ের
শেখানো বিনীত অনুরোধ।
০৪/০২/২০১৫।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

বাড্ডা ঢাকা বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

প্রান্তিক জন বলেছেন: সতত ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.