![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
**বেসাতুন পর্বতের ভূমি ও কম্পমান প্রেম**
----------------------------------------------------------------
সে যদি শুধু একবার হাতটি বাড়িয়ে বলত,---
এই নাও, এ ঝর্ণার উৎস মুখ তোমারই অধোগামী।
তাহলে আমার অনুভূতির মহাসমুদ্র
তার জন্য উন্মুখ হয়ে থাকত আজীবন।
সাগরের খানিক বেদনায়ও গড়ে ওঠে অাশ্রয় ;
আর নির্ঝরের অনুদারতায় শেষ হয়ে যেতে পারে জনপদও।
আকাশের নীল আর সাদা মেঘের পার্থক্য বোঝেনা যে নারী,
তারা সিন্ধুর বুকে গড়ে তুলে মরুভূমি।
দখল আর অধিকার বুঝনি বলেই
প্রত্নমনে তুমি শুধু কয়েক টুকরো স্মৃতির গহনা।
প্রাসাদ আর প্রান্তরের তফাৎ বুঝেছিল তাই
ভাস্কর ফরহাদের দেহে ঝাপিয়ে পড়েছিল
জীবন্ত ভাস্কর্য শিরিন।
০৬/০২/২০১৫
সখিপুর, বাসা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২
প্রান্তিক জন বলেছেন: ঠিকই ধরেছেন। অথচ ওদের থেকে আমাদের বোধ হয় মুক্তিও নেই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২০
আরণ্যক রাখাল বলেছেন: সিন্ধুর বুকে মরুভূমি গড়া নারীই বেশি দেখছি কয়েকদিন থেকে| ভাল কবিতা|