![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
***অমোচনীয় ***
---------------------------
রাস্তাটা খুব একটা বদলে নি---
সেই অাগের মতোই বর্ষায় কাদা
আর গরমে শুকনো পাতারা হাওয়ার নূপুর।
রোজ সকালে অালোর ক্লান্ত ডানা অাশ্রয় খুঁজে এখানে,
রাতের অন্ধকারে জমে বেদনার মহা ভিড়।
প্রতিদিন এখানে নতুন গল্প লিপিবদ্ধ হয়;
এর অমোচনীয় পৃষ্ঠায় একবার যা লিখা হয়
কবিতার শত পাণ্ডুলিপি মাথা ঠুকে মরলেও তার ব্যত্যয় নেই।
রোপালী চাঁদ কেবল একবার অনুনয়ে বলেছিল,
শত ক্ষয়েও আমি তো ফিরে আসি,
কিন্তু শ্রাবণের এক ঝাঁক মেঘ কটাক্ষে তারে দোষারোপ করে শুধু।
১৪/০২/২০১৫
সখিপুর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৬
প্রান্তিক জন বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, আরণ্যক রাখাল।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৩
নব ভাস্কর বলেছেন: দারুণ লাগলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮
প্রান্তিক জন বলেছেন: ধন্যবাদ জানবেন, দাদা নব ভাস্কর।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কাব্যিক লেখা