![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
এমন করে কেউ বলেনি তুমি যেমন বল,
পথ চলেছি পথ ভুলেছি কেউ বলেনি চল।
অন্ধকারে বন্ধ ঘরে যায় না রাখা মন,
হাওয়া নয় পাখি নয় করে সন্তরণ।
ভুল বুঝেছি ভুল খুঁজেছি ভুল করেছি তাই,
রং তুলিতে ভুল ভুলিতে ছবি এঁকে যাই।
কবি আমি শিল্পী আমি সবার মত নই,
বধু তুমি প্রেমী তুমি তোমার কেউ হই।
ভুলো তুমি কাঁদ তুমি হারাও তুমি সুদূর,
খুঁজি আমি ডাকি আমি সাড়া দাও মধুর।
এত ভালো কেউ বাসেনি তুমি যেমন
বাসো,
ডাকি আমি দাঁড়াও তুমি ফিরে আবার
হাসো।
১৭/০২/২০১৫
সখিপুর।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩
প্রান্তিক জন বলেছেন: মিষ্টি ধন্যবাদ, কলমের কালি শেষ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
কলমের কালি শেষ বলেছেন: ছন্দময় মিষ্টি কবিতা । ++++