![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
***কবিতার বোঝাপড়া***
************************
বুলেট কোনো কবিতার শব্দ নয়;
কিংবা একটি রাইফেল--
উন্মত্ত জালিম শাসকের ভাষায়ই কথা বলে।
বেয়নেটের ডগায় বাঁধা পতাকা
কপট হাসির শ্লেষ্মা ছড়ায় বাতাসে।
শান্তি বলে কোনো শব্দ নেই
একবিংশ শতাব্দীর পৃথিবীতে।
কিংবা শান্তির অবতারের আড়ালে
লুকিয়ে আছে সভ্যতার নর-শয়তানের দল।
গণ-অধিকার মদে চুর হয়ে অজ্ঞান পানশালায়।
সার্বভৌমত্ব জাতীয়তা--- বেশ্যার দাঁত কেলানো অট্টহাসি।
বনি-আদম যতটা জীব ততটা মানুষ নয় যেন,
যতটা মুক্তির অঙ্গিকার ততটাই বিস্তৃত গোলামীর জাল।
তবু ভালোবাসায় আছে প্রত্যয় এই চারণ কবির,
কবিতার জন্য নিবেদিত আমার মধ্যরাত।
যে আবেগের প্লাবন আমার হৃদয়ে
তার কোনো গোত্র নেই, বর্ণ নেই--
এক অখন্ড মানবতাবোধের মর্মবাণী
জনপদে পোঁছানোর দায়িত্বে আবদ্ধ আমার কলম
২১/০৩/২০১৫
সখিপুর।
২| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ++++
৩| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ ভাল লাগলো । ++
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
প্রান্তিক জন বলেছেন: কবিতায় অকবিতায় পাশে চাই সবসময়।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৬
জেন রসি বলেছেন: যে আবেগের প্লাবন আমার হৃদয়ে
তার কোনো গোত্র নেই, বর্ণ নেই--
এক অখন্ড মানবতাবোধের মর্মবাণী
জনপদে পোঁছানোর দায়িত্বে আবদ্ধ আমার কলম
চমৎকার
+++