![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
বুশ খোকা
(অরুন্ধতী রায়, আমরা কবে মনুষ্যত্ব অর্জন করব!)
বুশ খোকা, বাড়ি যাও।
তোমার মা তোমার জন্য কানমলা নিয়ে বসে আছে।
পাড়ার কাউকে তুমি দেখতেই পারো না,---
ঝগড়াটে ছেলে একটা!
তোমারে দেখলে বাঁদরগুলারেও সভ্য মনে হয়,
তুমি যখন দাঁত কেলিয়ে কথা বল---
শুকরেরাও ছুটে পালায় কস্তূরী বনে।
কোন কুক্ষণে যে পয়দা তোমার---
লজ্জ্বায় কুপোকাত তোমার বাবা।
তোমার বউতো আবার ভেবেই আগুন,
জামাইরে ডাকলে দৌড়ে আসে শ্বশুর।
চিড়িয়াখানার শিম্পাঞ্জি তো রেগেই খুন;
ও যদি মানুষ হয়, আমারও নেই আর বেশি দূর।
তোমারে করেছে যারা জামাই আদর---
গরিলা বুক চাপড়িয়ে বলে, ওরাও মানুষ তবে!
২৩/০৫/২০১৫
সখিপুর।
২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৬
প্রান্তিক জন বলেছেন: Zazafee, ধন্যবাদ।
২| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:১৮
আমি মিন্টু বলেছেন: ভাল হয়েছে চালিয়ে যান ।
২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৮
প্রান্তিক জন বলেছেন: মিন্টু ভাই, চলার পথে পাশে চাই।
৩| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
২৪ শে মে, ২০১৫ রাত ৯:০৯
প্রান্তিক জন বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় আমরা দর্শক এখনও। শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ সকাল ১০:০০
zazafee বলেছেন: "তোমার মা তোমার জন্য কানমলা নিয়ে বসে আছে।"
সত্যিই দারুন বলেছেন!