![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
আদেশ অমান্যে স্বর্গচ্যুত শয়তান,
আদেশ মান্যে বিশ্বচ্যুত বনিআদম।
বেহেশতের ক্ষমতায় সর্বময়,
দুনিয়ার অধিকারে শয়তান?
তবে মানুষ কারা?
কোথায় মানুষের স্বাতন্ত্র?
নিরুত্তর তারকারা আলোর আঁচলে লুকায় মুখ।
তিরস্কারে সুরারোপ করে বনিজেহেল,
বনিমুয়াবিয়া ফোরাতে সজাগ স্বসস্ত্র প্রহরায়।
আর যে বিশ্ববোধ ঝরে পড়েছিল আকাশের বারিধারায়---
মাটির পঙ্কিলের সাথে মিশে
তার স্বাদ বিস্বাদে মলিন।
যাদের রাজপথ বিভ্রান্তির কংক্রিটে ঢাকা,
তারাই দায়িত্বে নিয়োজিত গণপূর্ত ভবনে।
©somewhere in net ltd.