![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
একটা পরিত্যক্ত গ্রেনেড হাতে চাপিয়ে দিয়ে,
যখন শেষ করমর্দন করল পরাজিত সৈনিকটির সাথে;
সে জয়ী, তবু তার আস্তিন ভিজে গেল জলে।
বিস্ময়ে হতবাক বিজয়ী কন্টিনজেন্ট,
দস্তখতে কেঁপে উঠল সুদক্ষ ফিল্ডমার্শাল।
আহত সেনানীর পরিচর্যায় কেটেছে যার বিনিদ্র রাত,
তার বুকটাও গুমড়ে উঠল হঠাৎ।
শুধু যুদ্ধে যার কয়েকটা ফসলের মাঠ পুড়ে গেছে,
কিংবা কয়েকটা বকড়ির পাজরের হাড়টাও হয়েছে সাবাড়,
তাবুর ফোঁকড়ে চোখ রেখে সেই শুধু ব্যস্ত যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে।
তারপর অনুজীবের প্রশিক্ষণ শিবির শেষে,
যে নবতর ক্যাডেট গার্ড অব অনারে উদ্ধত---
বিস্ফোরণের কালো ধোঁয়া ডিঙানো সূর্যের মতো উজ্জ্বল তার মুখ।
কিন্তু যে গ্রেনেডটি শিকেয় তোলা আছে,
তা এখনও সক্রিয় পূর্ণক্ষমতায়।
©somewhere in net ltd.