নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রান্তিক জন

মন চাই কৈতর হয়ে উড়ি আমি আসমানে আজ অথবা মাছ হয়ে সাতার কাটি জলের গহীনে।

প্রান্তিক জন

চিন্হ মোর নাই বা রইল কোনো ।

প্রান্তিক জন › বিস্তারিত পোস্টঃ

জলাঙ্গী

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

মনে হয়েছিল, তোমাকে আমি খুঁজে পাবো মাঠে;
যে ঘাটে ভিড়ে না কখনো বাণিজ্য তরী,
নদীর যে শাখায় মাছরাঙ্গা শালিখের উড়া উড়ি---
আমার নোঙর তোমার সেই অগভীর জলেই করেছিল পদার্পন।

তারপর ভীষণ জোছনা রাতে---
যে সব মায়া হরিণীরা বনের পর্দা ছিঁড়ে মেলে ধরে নিজের লাজুক শরীর,
আমার শিকারি নখ তাকে ছোঁয়ার আগেই
তুমি তেপান্তরে হাওয়া।

আমার যে মনে হয়েছিল, তোমাকে আমি খোঁজে পাবো মাঠে;
সমুদ্রগুলো যে দিন জন্ম দিবে আরো শত সাহারা
নদীর বুকে গজিয়ে উঠবে ঘন ঝাউ বন;
মনে হয়, তুমি প্রতীক্ষায় আজো সেই গভীর প্রান্তরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.