![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
বড়শি থেকে ছুটে গিয়ে একটি মাছ
ধরা দিলো উৎ পেতে থাকা জালে।
তারপর কেটে গেল চুয়াল্লিশ বছর।
গল্প থেকে উপাখ্যান; অবশেষে রূপকথার গীতিকায়
চাঁদের কুমারের হাড়িতে ভাগ বসিয়েছে জগৎ শেঠের ভাই পো।
পদ্মা মেঘনা যমুনা যেখানে এক হয়ে মিশে গেছে,
তার থেকে তেরো নটিকাল মাইল দূরে
রাজনৈতিক আধিপত্য যেখানে শিথিল;
পারলে আরো দূরে---
প্রণালি, পরিখার নজর এড়িয়ে
বাংলাদেশ বিচরণ করুক মুক্তসমুদ্রের সীমানায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
কল্লোল পথিক বলেছেন: বাহঃ চমৎকার কবিতা