![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
ওরা বলে, আরেকটি বিশ্বযুদ্ধ অত্যাসন্ন।
নয় মাত্রার ভূমিকম্প কানাঘুষা করছে পরশির বারান্দায়।
নিজের সংসারে ভাঙা কুলা যদিও,
তবুও টের পাই এসবের অস্তিত্ব জন্ম নিচ্ছে ধীরে।
আর জাতীয় মুক্তির দিনে যেসব খেঁক শিয়াল
যক্ষীর ধন পাহারায় রক্ষী সেজে মওজ করেছে অমরায়;
তারা হঠাৎ আশ্বাস দেয় অমরত্বের।
যেসব গুচ্ছবোমা এখনও অবিস্ফোরিত ভিয়েতনামে
এবং আফগানিস্তান সিরিয়ায় যে বুলেটগুলো রক্ত-মাংসের পার্থক্য বুঝে না;
তারা মনে করিয়ে দেয় কিসিঞ্জারের প্রেতাত্মারা এখনও পৃথিবী ছাড়েনি।
সাম্যবাদের নামে আযাযিলের যেসব অবতারেরা
তাণ্ডব চালিয়ে ছিল গরীব দুনিয়ায়,
তাদের সর্দারেরা আবারও কোষমুক্ত করছে তলোয়ার।
অবিশ্বস্ত রমনীর মতো লজ্জার মাথা খেয়ে বলছেঃ
শান্তি শান্তি শান্তি --- চলো বসি আলোচনায়।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
প্রান্তিক জন বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ। প্রান্তিক শীতের শুভেচ্ছা।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
কল্লোল পথিক বলেছেন: যেসব গুচ্ছবোমা এখনও অবিস্ফোরিত ভিয়েতনামে
এবং আফগানিস্তান সিরিয়ায় যে বুলেটগুলো রক্ত-মাংসের পার্থক্য বুঝে না;
তারা মনে করিয়ে দেয় কিসিঞ্জারের প্রেতাত্মারা এখনও পৃথিবী ছাড়েনি।
সুন্দর লিখেছেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লিখেছেন