![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক অনুষ্ঠানে শিলাজিৎ নিজের মুখেই বলেছিল এই গানটা তার নিজের প্রেমের গান, স্মৃতির গান।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
লাল মাটির সরানে
মন আমার রইল পড়ে জাম বনে আর
নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
না পেলি আমাকে আর তোকেও আমি পেলামনা
ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে
ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছিরে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবার ডাকছে আমার ইচ্ছেগুলো
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছিরে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবার ডাকছে আমার ইচ্ছেগুলো
গেঁয়ো নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর
গেঁয়ো নদী ডাকছে
গেঁয়ো নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে
জামবনে দোলনাখানা ঝুলছে ফাকা
কষা জাম, বেগুনী জিভ, নুনের মোড়ক
জামবনে দোলনাখানা ঝুলছে ফাকা
কষা জাম, বেগুনী জিভ, নুনের মোড়ক
কিশোরীর গেঁয়ো দু'চোখ হিংসে মাখা
তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি
আম-আটির ভেঁপু বাজায় এখনো কোন দস্যি ছেলে
আম-আটির ভেঁপু
আম-আটির ভেঁপু বাজায় এখনো কোন দস্যি ছেলে
গোধুলীর গন্ধে আমায় ডাকিসনে লো
আমার আর রাখাল সাজা হবেনা
লাল মাটির সরানে।
গানটি শুনতে চাইলে এখানে খোঁচা মেরে ডাউনলোড করে নিন।
১০ ই জুলাই, ২০১০ রাত ২:১৬
জয় সরকার বলেছেন: একজন গায়ক।অন্য কোন পরিচয় আমার জানা নেই।
২| ১০ ই জুলাই, ২০১০ রাত ২:১৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১০ রাত ২:১৮
জয় সরকার বলেছেন: মনসুর ভাই ভালো আছেন?
আপ্নেরেও স্বাগতম।
৩| ১০ ই জুলাই, ২০১০ রাত ২:১৯
রাজসোহান বলেছেন: পিলাচ পিলাচ পিলাচ
আপনে আমারে ভুইলা গেসেন
১০ ই জুলাই, ২০১০ রাত ২:২২
জয় সরকার বলেছেন: ধুর পাগল, ভুলুম ক্যান?নিজেই একটু পেরেশানিতে আছি।আর লিখতে ইচ্ছা হয়না তাই ব্লগে কম আসি।মাঝে সাঝে ঢু মারি।তাই হয়তো একটু কম কথা হয়েছে।
আছেন কেমন?
৪| ১০ ই জুলাই, ২০১০ রাত ৩:১৩
রথে চেপে এলাম বলেছেন: শুনছি। ধন্যবাদ
১০ ই জুলাই, ২০১০ সকাল ১০:২০
জয় সরকার বলেছেন: স্বাগতম।
৫| ১০ ই জুলাই, ২০১০ সকাল ১১:১৬
হতাশার স্বপ্ন বলেছেন: ফেলাশ
১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৭
জয় সরকার বলেছেন: ঢঈণ্যা।
৬| ১০ ই জুলাই, ২০১০ সকাল ১১:২৫
মহলদার বলেছেন: সরানে শব্দটির অর্থটা কি বলতে পারবেন? আমি শিলাজিৎ এর গানে ছাড়াও এই শব্দটা আরো কিছু গানে শুনেছি। কিন্তু এর অর্থ আজো উদ্ধার করতে পারিনি।
১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৫
জয় সরকার বলেছেন: প্রশ্নটা আমারও।
৭| ১০ ই জুলাই, ২০১০ সকাল ১১:৪৫
পাপতাড়ুয়া বলেছেন: কফিল আহমেদের কোন গান নেটে নাই?
১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:১৬
জয় সরকার বলেছেন: খুঁ ইজা দেখতে হইবেক!!!
৮| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
একলোটন বলেছেন: আগেই বলে নিলাম আমি বরাবরই ভালো থাকি ভালো আছি।
+।নেটস্পীড খারাপ।পরে শুনবো।বুকমাকর্স।
১২ ই জুলাই, ২০১০ রাত ১০:০১
জয় সরকার বলেছেন: ধইন্যা একেলোটন। আপ্নেরে বারবার কুশল জিজ্ঞেস করে যে আমি আপ্নের বিরক্তির উদ্রেক করি সেটা বুঝতে পারলাম।যাই হোক ব্যাপার না।
শুভকামনা থাকল।
৯| ১২ ই জুলাই, ২০১০ রাত ১০:৩২
একলোটন বলেছেন: ওই মিয়া খবর আছে।আমি বিরক্ত হই না।এর আগের পোস্ট এ শর্ত ছিল নতুন পোস্ট আপনি দিবেন।তাই
আসলেই ব্যাপার না।ব্লগে যে ভালো কয়জন ভাই পাইছি তাদের একজন আপনি।কুশল বিনিময় চলতে পারে।ব্যাপার না।
শুভ কামনা।
তা ভাই কেমন আছেন?
১৩ ই জুলাই, ২০১০ রাত ২:২৭
জয় সরকার বলেছেন: আমিও হালকার উপ্রে একটু ঝাপসা ফান করছি............আপ্নেরে দেখলেই কেমন আছেন জিগাইতে ইচ্ছা করে।আর আমিও ব্লগে একটু কম আসি তাই নিয়মিত দেখাও হয়না, একটা দূরত্ব দূরত্ব থেকেই যায়।যাই হোক, আমরা কেউই মাইন্ড করিনা।
আমি ভাই ভালোই আছি।
১০| ১২ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৮
একলোটন বলেছেন: আর একটা কথা একেলোটন না একলোটন
মডু ভুল করছিল ঠিক করাইছি।হুম
১৩ ই জুলাই, ২০১০ রাত ২:৩১
জয় সরকার বলেছেন: একদমই খেয়াল করিনি, আপ্নের সেই নামই মাথায় থাকে।এখন থেকে আর ভুল হবেনা............একলোটোন।
আপ্নের কাছে একটা দুঃখের কথা কই, আমার মাথায় লেখার মত কিছু আসেনা, আবার পস্টাইতেও ইচ্ছা করে তাই গান লিখ্যা পোস্টাই।জনগন এতে বিরক্ত হয়, কিন্তু আমি কি করি কন তো!!
ফেইসবুকে এডাইয়া রাইখেন............
http://www.facebook.com/joy.ctet
১১| ১৩ ই জুলাই, ২০১০ সকাল ৯:৪৭
রাজসোহান বলেছেন:
১৩ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৮
জয় সরকার বলেছেন:
১২| ২৪ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৩
একলোটন বলেছেন: ভাইজানের খবর কি?গরমে তো ভূত হয়ে যাই।
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৯
জয় সরকার বলেছেন: কুন খবর নাই।আত্মগোপনে আছি।নির্বাসণ ও বলতে পারেন।অবশ্য স্বেচ্ছা।!!
১৩| ২৮ শে জুলাই, ২০১০ রাত ৩:১৪
হাম্বা বলেছেন: নেট স্প্রিড কম
শুনব
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪১
জয় সরকার বলেছেন: আমার নেটে স্পীডই নাই।
১৪| ২৮ শে জুলাই, ২০১০ রাত ৩:১৮
অরণ্য সৌভিক বলেছেন: আচ্ছা শিলাজিতের একটা গানের প্রথম লাইনগুলো হল তাইরে নাইরে নাইরে, আমি শরীর বেঁচে খাইরে। এটা কোথায় পাব বলতে পারেন?
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৩
জয় সরকার বলেছেন: এখন দৌড়ের উপর আছি তাই বলতে পারলাম না।পরে বলুমনে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১০ রাত ২:১৫
নতুনছেলে বলেছেন: শিলাজিৎ ক?