| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা দুমিনিটের জন্য একবার একটু চোখ বন্ধ করে ভাবুন তো,ব্যাপারটা কেমন হতো?যদি আপনার বাবা-মা জন্ম দিয়ে আপনাকে রাস্তায় ছেড়ে দিতো?আপনার থাকা,খাওয়া,পড়াসহ যাবতীয় প্রয়োজনের ভার যদি তাঁরা না নিতো?কোথায় থাকতেন আপনি?কেমন করে কাটতো দিনগুলো?
আজ আপনার কাছে সব আছে।আপনার যাবতীয় প্রয়োজন ছাড়াও আদর-ভালোবাসার দরকার টুকুও আপনার বাবা-মা খুব দায়িত্ব নিয়ে অনায়াসে পূরণ করছে♥
আচ্ছা তাঁরা যদি তাঁদের দায়িত্বে অবহেলা করতো?আপনাকে তিনবেলা সুস্বাদু খাবার না দিয়ে দুবেলা পানতা দিতো?কিছুই করার থাকতো না আপনার।বড়জোর মরতে চাই লিখে একটা স্ট্যাটাস আপডেট করতে পারতেন।
কিন্তু তাঁরা খেয়ে না খেয়ে আপনার সুখের সমস্ত ব্যবস্থা করতেছে।নিজেরা ২০০০টাকার সেমফোনি ব্যবহার করে আপনাকে ১২০০০ টাকার স্মার্টফোন উপহার দিচ্ছে।তাঁরা এতকিছু করছে বলেই বাবা দিবস,মা দিবস আসলে আপনি ফেসবুকে-মাই ফাদার/মাদার ইজ দ্যা বেস্ট ইন দ্যা ওয়ার্ল্ড টাইপ স্ট্যাটাস হাকাতে পারছেন।
হ্যাঁ,প্রতিটা বাবা মায়েরই দায়িত্ব তাঁর সন্তানকে একজন সুসন্তান হিসেবে গড়ে তোলা।আর তাদের দায়িত্বে তাঁরা অনড় থাকে বলেই তাদের আমরা এত্ত বেশি ভালোবাসি।
এমন প্রতিটা রিলেশনশিপেই নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে।যেগুলো মনে করে পালন করতে হয়।তুমি হুট করে কাউকে ভালোবাসি বলে তাঁর সাথে রিলেশনশিপে যেতেই পারো।কিন্তু তাঁর সাথে জড়ানো মানে লোকটার চাওয়া পাওয়ার খেয়াল রাখা,তাকে বোঝা,তাঁর দুফোটা চোখের পানির কারন যাতে তুমি না হও সে খেয়াল রাখা।এগুলো তোমার দায়িত্ব,যেটা তোমাকে পালন করতেই হবে।
যেকোনো সম্পর্কে দায়িত্ব নেওয়াটা জরুরী।তুমি দায়িত্বে অবহেলা করলে সম্পর্কে চির ধরতে বেশি সময় নিবে না।
আজ তুমি দায়িত্ব পালন কর কাল তোমার পার্টনার সবার সামনে তোমাকে নিয়ে গর্ব করবে,ভালোবাসাটা বাড়বে,আস্থাটা আপনা আপনি জন্ম নিবে!!
প্রয়োজন শুধু তোমার দায়িত্বটুকু নিজে থেকে বুঝে নেওয়ার
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
Eshtiaq Al Noushat বলেছেন: ধন্যবাদ ভাই ♥
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম৷শুভ কামনা রইলো৷