![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।
(দৈনিক দিনকাল থেকে)
মুল পয়েন্টস গুলো এখানে দেওয়া হলো ...
বিস্তারিত পড়ুন -
১) বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে একজন নাগরিক সাবেক বিচারপতি মোস্তফা কামাল -" আজকাল লোকেরা বলছে যে কোনও যুদ্ধাপরাধী নেই, কিছুদিন পর হয়ত বলবে যে বাংলাদেশে কোনও মুক্তিযুদ্ধ হয়নি। তার মানে হচ্ছেÑ আমরা কোনওদিন বাস্তব ইতিহাস বা সত্য ইতিহাস জানতে পারব না।"
২) আমি এখন সুনির্দিষ্টভাবে ৩টি প্রস্তাব তুলে ধরছিÑ
এক. একটি কমিশন গঠন প্রসঙ্গে। এর কয়েকটি ব্যাখ্যা দেই - যেহেতু পত্র-পত্রিকায় দুর্নীতির অনেক খবর ছাপা হলেও ঐ খবরের ভিত্তিতে আদালতে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য যথেষ্ট নয় সেহেতু দুর্নীতি দমন কমিশন আছে এবং থানার অফিসাররা তদন্তকারী কর্মকর্তার এবং আইনবিদরা প্রসিকিউট করেন এবং সরকারি উকিলরা অনুরূপভাবে ১৯৭১ সালের অপরাধগুলো প্রসঙ্গেও কাউকে না কাউকে আনুষ্ঠানিকভাবে তদন্ত করে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করতে হবে আদালতে, আইনের আওতায়। তাই আমি দাবি করছি যে একটি কমিশন গঠন করা হোক, বিজ্ঞজনরা এ কমিশনের একটা উপযুক্ত নাম দেবেন। কমিশনের কাজ ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের কোন কোন রাজনৈতিক দল কী কী ভূমিকা রেখেছিল সেটি বলা এবং সেখানে যদি কারও ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তথা মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে থাকে তবে আইনগতভাবে তাকে অভিযোগপত্র দাখিল করা।
দুই. যদি সম্ভব হয় ২/১টি ঘটনা হলেও আবিষ্কার করত: জনসম্মুখে আইনের আওতায় তুলে ধরা। যেগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধ অপরাধ বলা যায়।
তৃতীয়. প্রস্তাব হচ্ছেÑ বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় তত্ত্বাবধায়ক সরকার হয়তো বলতে পারে যে, এটি একটি স্পর্শকাতর বিষয়, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, আমরা এটা কিভাবে টাচ্ করব? আমার বিনীত নিবেদন নির্বাচন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি কী করিনি এটাকে যারা চ্যালেঞ্জ করছে তাদের এটার উত্তর দেয়া।
শেষ, আমাদের দেশের মিডিয়া সংক্রান্ত। সেই মিডিয়া হল এটা যে আমাদের পার্লামেন্ট নেই এ বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে না, সেজন্য বাংলাদেশের মুদ্রণ মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আবেদন করছি তারা যেন এ বিষয়টিকে এখন আলোচনায় নিয়ে আসেন। পক্ষে-বিপক্ষে যে যা বলার বলুক এবং দেশের জনগণ যেন সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমরাও আমাদেরটা বলব, কেউ যদি বলে যে আমরা করিনি তাকে প্রশ্ন করব এবং তাকে উত্তর দিতে হবে।
লেখক: মেজর জেনারেল ইবরাহিম।
মুক্তিযোদ্ধা, নিরাপত্তা, রাজনীতি ও জাতি গঠনবিষয়ক বিশ্লেষক।
২| ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৯
নাজিম উদদীন বলেছেন: লিন্ক ঠিকমত আসেনি।
উনি ঠিকই বলেছেন, কয়দিন পরে বলবে মুক্তিযুদ্ধই হয়নি।
৩| ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩১
এস্কিমো বলেছেন: চেক করে দেখলাম কাজ করছে...@নাজিম
৪| ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩২
রাশেদ বলেছেন: একমত।
৫| ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৩
মিরাজ বলেছেন: মেজর জেনারেল ইবরাহিম এর ৩টি প্রস্তাবের সাথেই একমত।
৬| ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৬
বিহঙ্গ বলেছেন: স্যালুট তোমায়। ৫+
৭| ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৪
হমপগ্র বলেছেন: কামান দাগাইলাম আমিও, জামাতিগো মুখে। ৫!
৮| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৬
লাল দরজা বলেছেন: ভাই এস্কিমো দকা করে একটু বলবেন কি,
‘দেশে কোনও যুদ্ধাপরাধী নেই’ (মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব.), বীর প্রতীক)
এটার মানে কিÉ
‘দেশে কোনও যুদ্ধাপরাধী নেই’ এই কথাটি কি মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব.), বীর প্রতীক তিনি বলেছেন না অন্যের বলাটা কোট করে জেনারেল সাহেব একটি লেখা লিখেছেন সমকালে। আপনার দেয়া লিংকটি কিন্তু আমাদের সময়ের।
ব্যাপারটা জানতে চাচ্চি, গত কয়দিনে সব আউলা লেগে যাচ্ছে কে কখন কেনটা কি উদ্দেশ্যে কাকে বলছে ঠাওর করে উঠতে পারছিনা ভাই।
এক জেনারেল ইবরাহিমকে টিভির টকশো গুলিতে দেখি, মাঝে মাঝে তার কথার আগা মাথা উদ্দেশ্য মাথার সাইড দিয়ে স্লিপ করে। ইনি কি গোফ পাকানো ছোট খাটো মতো সেই জেনারেল, তৃতীয় মাত্রার বান্ধা গেষ্ট।É
৯| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
কেমিক্যাল আলী বলেছেন:
১০| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
বিবর্তনবাদী বলেছেন: আমি ভাই বিজ্ঞ নই। তবুও কমিশনের একটা নাম প্রস্তাব করতে সাহস করছি, "বেঈমান নির্মূল কমিশন"।
এ কমিশনের একটা মটো থাকা উচিত, সেটা হল, "গাদ্দার ইজ অলওয়েজ গাদ্দার"।
১১| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১০
লাল দরজা বলেছেন: আমাদের সময়টা ফন্ট সমস্যার কারনে পড়তে ও পারছি না, সেটা ও একটা সমস্যা।
১২| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৩
যোদ্ধা বলেছেন: সময় এসেছে লুকানো রাজাকারদেরকে চিহ্নিত করার।
১৯৭১-এর গণহত্যার তথ্যাদি সংরক্ষণ ও পরিকল্পিত গণহত্যার বিষয়টি বিশ্ববাসীকে অবহিত করার লক্ষ্যে একটি ওয়েবসাইট তৈরী করা হচ্ছে। ৭১'র গণহত্যার তথ্য, ছবি, রাজাকারদের নাম, পরিচয়, বর্তমান অবস্থান জানিয়ে আমাদের কাছে তথ্য পাঠান।
তথ্য পাঠাবার ঠিকানাঃ
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ http://www.genocide71.com
১৩| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৪
দুর্বাশা তাপস বলেছেন: আমিও কামান দাগাইলাম। জামাত শিবির কুত্তাগো নিস্তার নাই।
১৪| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৫
সুনাগরিক বলেছেন: সাথে আছি।
১৫| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৬
পজিটিভ বলেছেন: ৫
১৬| ২৯ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:১০
এস্কিমো বলেছেন: ঠিক করে দিলাম, ধন্যবাদ @ লাল দরজা
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৮
জেনারেল বলেছেন: কামান দাগানো হল