নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুশীল ব্লগার না..নিরপেক্ষও না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এস্কিমো

"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

এস্কিমো › বিস্তারিত পোস্টঃ

নিপু রাজাকার কামডা কি ঠিক করলো, শিবিরের আসল শহীদ(!)দের নাম বললো না!

০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৪

দেখলাম নিপু কয়েকটা মাসুম বাচ্চার নামের একটা লিস্ট দিয়েছে। এই বাচ্চাগুলো হয়তো আমপাড়াও শেষ করেনি। ওরা কোরানের মর্যাদা রক্ষার জন্যের মারা গেছে



চাপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিলে পুলিশ গুলি চালায় ।



যে পাচজন ছাত্র সেদিন মারা যায় তাদের পরিচয়



১.আব্দুল মতিন-সাথী প্রার্থী-১০ ম শ্রেণী



২.রাশিদুল হক-কর্মী-১০ ম শ্রেনী



৩. শীষ মোহাম্মদ-কর্মী- ৯ম শ্রেণী



৪.সেলিম-সমর্থক-৮ম শ্রেণী



৫. শাহাবুদ্দিন-সমর্থক-৬ ষ্ঠ শ্রেণী





হায়রে জামাতি রাজাকার।



বিশ্বের যে কোন উন্নত দেশে হলে বুড়া রাজাকারগুলার বিরুদ্ধে মা বাবা শিশু নির্যাতন আইনে মামলা করতো।





নিজেরা সরকারে থেকে গোপনে আট তলা বাড়ির মালিক হও আর মাসুম বাচ্চাদের অশান্তি করার জন্যে রাস্তায় নামও। লজ্জা হওয়া উচিত এই পশুগুলার। যারা নিজেদের ভোগবিলাস বাড়ানোর জন্যে অবোধ শিশুদেরও মৃত্যুর মুখে ঠেলে দিতে কুন্ঠিত নয়।



নিপু রাজাকার কিছু তথ্য দিলে শিবিরের আসল শহীদদের পরিচয় পেতামঃ



পুরানো ফাইল থেকে কিছু শিবিরের শহীদদের তথ্য দিলাম। আশা করি সবাই দেখবেন শিবির কার মর্যাদা রক্ষায় শহীদ হয়।



---



ছাত্রটি নাম আহমাদুল হক চৌধুরী - যিনি “আহমইদ্দ্যা” হিসাবেই বেশী পরিচিত। এক রাতে আটটি বুলেট শরীরের ভিতরে নিয়ে চলে আসেন চট্রগাম মেডিকেল কলেজে - পরে ধরাধামের মায়া ত্যাগ করে মর্গে শুয়ে থাকেন কয়দিন। তার সাথে তার সাথে মিনহাজ নামে আরেকজন মারা যায়। ( ১০ই সেপ্টেম্বর ২০০৪)



জানা যায় - মৃত মেধাবী ছাত্রটি শিবিরের নেতা - পরে জামাতের ক্যাডার ছিলেন - এক সময় সাতকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। মৃত্যুর আগে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। উল্লেখ্য তার দলত্যাগের সময়কালটি জামাত-বিএনপির ক্ষমতার মধুচন্দ্রিমার কাল হিসাবে বিবেচিত হয়।



শিবিরের এই মেধাবী ছাত্রটির নামে এক ডজন মামলা ছিল - যার মধ্যে ১০টি খুনের মামলা ছিল বলে পুলিশ সুত্র জানিয়েছে।



রেপিড একশন ব্যাটেলিয়ানের কমান্ডার লে: ক: এমদাদুল হক বলছেন -“তার নামে একশত টি খুনের সাথে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে - এবং সে ক্রশ ফায়ারে মারা গেছে”। (এরপর বলা হয়েছে ক্রশফায়ারে বহুল প্রচারিত গল্পটি)



আহমইদ্দ্যা ১৯৯২ সাল থেকেই চট্রগাম জেলা - বিশেষ করে সাতকানিয়া এবং আশে পাশের নির্বাচনী এলাকাতে জামাতের একটা “ক্রাইম সিন্ডিকেট” চালাতো। বিনিময়ে জামাত তাকে নিরাপত্তা দিতো। কিন্তু বেশ কিছুদিন যাবত জামাতের এমপির সাথে বিরোধের জের হিসাবে জামাত ত্যাগ করে বিএনপিতে যোগদান করে। তারপরই তার “ক্রশ ফায়ার” বরন করতে হয়।





পত্রিকা সূত্রে জানা যায় - জামাত ত্যাগের পর তাকে হত্যার জন্যে শিবির ক্যাডাররা দুইবার চেষ্টা করে। এর মধ্যে একটা নেয় জামাতের স্থানীয় এমপির ভাতিজা মঞ্জুর আলম( এপ্রিল ৫, ২০০৪) আর অন্যটা শিবির নেতা আজরাইল দেলওয়ার (১৬ই জুলাই ২০০৪) দুইটি প্রচেষ্টা নেয় - কিন্তু ব্যর্থ হয়।



এই অভিযানের সময় ১০ জন শিবিরের টপ টেররকে গ্রেফতার করা হয়। কুখ্যাত “শিবির নাসির”, “সাজ্জাদ খান”, “ফাইভ স্টার জসিম”, “বাইট্টা আলমগীর”, “তাসলিমউদ্দিন মন্টু”, “বাইট্টা ইউসুফ”, “আজরাইল দেলওয়ার”, মনজুর আলম”, “সারওয়ার আলম”, “ভাগিনা রমজান” - নামক মেধাবী শিবির নেতারা আটকে জেলে ছিল। আর ক্রশ ফায়ারে মারা যায় - হুমায়ুন আর ইয়াকুব।



হামিদুল্লাহ নামে আরেক মেধাবী ছাত্র এবং শিবির কর্মী পুলিশে গুলিতে আহত হয় - পরে আটকাবস্থায় মারা যায়। এছাড়া আরেক মেধাবী শিবির কর্মী মারা যায় তাদের মেধাবী ছাত্রনেতা “গিট্টু নাসির” এর গুলিতে।



এই অবস্থায় - শিবিরের সন্ত্রাসী দলটি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বলে পুলিশ সুত্রটি জানায়। সেখানে নেতৃত্বে আছে “গিট্টু নাসির”, “হাবিব খান” আর “বিডিআর সেলিম”। গিট্টু নাসির তিন ডজন মামলার আসামী বলে জানা যায় - যার মধ্যে প্রিন্সিপাল গোপাল মুহুরী হত্যার মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত হয়েছে। আর হাবিব খান কমিশনার লিয়াকত হত্যার আসামী এবং মুহুরী হত্যায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত।



এই হলো মেধাবী ছাত্রদের সংগঠন শিবিরের একটা চিত্র। এরাই পরবর্তীতে “সতলোকের দল জামাত” এর নেতা হবে এবং বাংলাদেশে সতলোকের শাসন কায়েম করবে !



বি:দ্র: - যদি কেহ উপরের খবরগুলোর কোন আপডেট দিতে পারেন - তাহলে বাধিত হবো।



(সূত্র: ডেইলি স্টার, নিউ এজ এবং ইয়াহু নিউজ)

মন্তব্য ১১ টি রেটিং +১৭/-২

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: যারা শহীদ (!) হইচে তাগোরে মুনে হয় সবার আগে ৭০টা হুরপরির গল্প শোনানো হইছিলো ।।
হেরা মুনে হয় অখন ৭০ ডা হুরপরি কুলে নিয়া বইসা আছে ।।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১২

অমি রহমান পিয়াল বলেছেন: আজরাইল দেলোয়ারো গন কেস

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৩

"কুদরত আলী" বলেছেন: আজরাইল দেলোয়ারো গন কেস

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৬

কোবরা বলেছেন:
নিপু ছাগলডা কাঠাল পাতা না পাইয়া মাথা আউলাইয়া গেছে,কয়ডা দুধের শিশুর নাম দিছে.....:)

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:১৯

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: একমত ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৭

ক্যাচাল বলেছেন: কোবরা বলেছেন:
নিপু ছাগলডা কাঠাল পাতা না পাইয়া মাথা আউলাইয়া গেছে,কয়ডা দুধের শিশুর নাম দিছে.....

৭| ০৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আমারতো মনে লয়, হের পাস ওয়ার্ড হ্যাক হইছে !


নাইলে এতো সাহস ক্যামতে অয় ?

৮| ০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৮

এস্কিমো বলেছেন: শাহাবুদ্দিন-সমর্থক-৬ ষ্ঠ শ্রেণী


বয়স কত হবে ১১/১২ -

এই বয়সের একটা ছেলে জীবনটা জানবে শিখবে

শিবিরের ফাঁদে পড়ে ওকে মরতে হরো।

শিশুদের বিপথগামী করার অপরাধে মগবাজারী বুইড়া রাজাকারগুলার বিচার করা দরকার।

৯| ০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২২

সূর্য বলেছেন: নিপু রাজাকাররে লাথ্থি দিন
দো-জাহানের সোয়াব নিন।

১০| ০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬

নরাধম বলেছেন: প্লাসাইলাম। ভাল পোস্ট।

০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪০

এস্কিমো বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.