নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুশীল ব্লগার না..নিরপেক্ষও না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এস্কিমো

"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

এস্কিমো › বিস্তারিত পোস্টঃ

ইসলাম বিরোধী প্রচারে জামাত-শিবিরের ভূমিকা...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

যুদ্ধাপরাধী দল জামাত-শিবির নিজেদের অপকর্মগুলো আড়াল করার জন্যে ইসলামকে চাদর বানিয়ে রেখেছিলো। যখনই ওদের ধরা হয়েছে - স্বাভাবিক ভাবেই চাদরে টান পড়েছে আর তাদের মিডিয়া সংগ্রাম, নয়া দিগন্ত আর আমার দেশ আর শিবিরের ফেইসবুকগুলো "ইসলাম গেলো" "ইসলাম গেলো" বলে চিৎকার করে উঠেছে।



থাবা বাবা সারাজীবনে ইসলামের বিরুদ্ধে কথাগুলো যতটুকু প্রচার করতে সমর্থ হয়নি - শিবিবের কর্মীরা ফেইস বুকে লিংক দিয়ে তার চেয়ে প্রচার করেছে লক্ষগুন বেশী আর নয়া দিগন্ত আমার দেশ মিলে কুৎসিত কথাগুলো আমজনতার ঘরে ঘরে পৌছে দিয়েছে।



দেখুন তার নমুনা



গ্লোবাল পেইজ ভিউ -



১৪ তারিখ পর্যন্ত ( যেদিন থাবা মারা গেলো) হিট - শুণ্য

১৫ তারিখে - ৫৭ হাজার।

১৬ তারিখে - ৯৫ হাজার।



বাংলাদেশে পেইজ ভিউ -



১৪ তারিখ পর্যন্ত ( যেদিন থাবা মারা গেলো) হিট - শুণ্য

১৫ তারিখে - ১২০

১৬ তারিখে - ৩,৫৫৮।



বাকী কাজটা করেছে নয়া দিগন্ত আর আমার দেশ পত্রিকা।



প্রশ্ন হলো - কারা ইসলাম বিদ্ধেষী কথাগুলো প্রচার করছে - নাস্তিকরা - নাকি জামাতিরা - কারা রসুল (সঃ) কে অপমান করা কথাগুলো প্রচার করলো?



লিংক দেখুন

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১

আবু তাশফীন বলেছেন: এটা ঠিক, প্রচার এখন পাচ্ছে বেশি। তবে এজন্য জঘন্য লেখাগুলোর প্রতিবাদ করা যাবেনা এমনটি ভাবা ঠিক নয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

এস্কিমো বলেছেন: প্রতিবাদ করার চাইতেও ভাল কিছু করার আছে। দেখুন এই ভিডিওটা।

http://www.youtube.com/watch?v=OXXjyDbEZKk

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০০

প্রকৌশলী আতিক বলেছেন: প্রচারে ই প্রসার

একজন মানুষকে পেট ভর্তি খাওয়াইয়া, রাস্তায় বাইন্ধা রাখলেন, এখন ঐ বেটা রাস্তায় হাগবে, সেইটা খুবই কমন

জাশি রাজাকারের ফাসির দাবিতে এমন গন জাগরন কখনও হইছে নাকি? কেন এত মানুষ অংশ নিল? কেন সারা পৃথিবী থেকে মানুষ সংহতি জানাইল?

কারন, সত্যকে মিথ্যা বানাইয়া খাওয়ানোর পায়তারা, যেখানে, সকলেরই ইচ্ছা ছিল, কাদেরের ফাসি হবে, সেখানে, শুধু জেল দেওয়া হইল। জনগন সবই বুঝে, আপনাগো মতন পলিটিশিয়ানদের লগে পাইরা উঠেনা।

থাবা খুন হইছে, কোনো কিছু প্রমান হওয়ার আগেই, চালাই দিলেন, শিবির জবাই করছে। যেখানে, সবাই জানে, নাস্তিকের জানাজা হইব না, সেখানে, আপনারা জোর কইরা জানাজা দিলেন, মানে জোর কইরা হের গুনা মাফ করাইয়া ছাড়বেন।

পাবলিকে যারাই থাবার জানাজা চায়নাই, তারাই, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মুজিব থেকে রাজিব.............। সবাই, মানবতা শুন্য হয়ে গেল। লাশের জন্যে মানবতা।


ছাগুরা সব কিছু শেয়ার করার আগেই, নিহত জানাজা দেওয়ার রাতেই, শাহবাগ নামে যত ফেবু পেজ আছে, ওখান থেকে শেয়ার করা হইছে যে, ঐটা থাবার নিজের আইডি না।

অপরাধ প্রচার করাই তো মিডিয়ার কাজ নাকি? অন্য অপরাধ যেমন প্রচার পাইছে, তেমনি এটাও সাধারনের জানার দরকার ছিল, নাস্তিক সম্প্রদায় কতটা উগ্র।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭

এস্কিমো বলেছেন: আপনার কাছ থেকে এরা চেয়ে ভিন্ন কিছু আশা করি না।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩

মিশনারী বলেছেন: হুজুরা আসতেছে, নাস্তিকরা ভাগতেছে ।জামাতি বলে নাস্তিকরা পার পাবে না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

এস্কিমো বলেছেন: নাস্তিকরা ভাগার উপরেই আছে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মিতক্ষরা বলেছেন: দেরীতে হলেও আমার দেশ ঠিক কাজটি করেছে। ব্লগে এসে ইসলামের বিরুদ্ধে নোংরা কিচ্ছা কাহিনী লিখবে তা হয় না। এখন দেখা যাক সরকার এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। বল এখন সরকারের কোর্টে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

বাকাট্টা বলেছেন: থাবা বাবা যদি এমন কাজটা না করত তবে আজকে এই নিয়ে এত বিতর্ক হত না। আমরা মূল দোষ বাদ দিয়ে অন্য গুলো পর্যালোচনা করতে গিয়ে সব গুলিয়ে ফেলি। আপনি মূক্তমনা প্রেমিক রেজা ঘটকের পোষ্টে দেখেছিলেন উনিও এই জাগরণে শুধু জামাত নয় সকল ইসলামী দলও নিষিদ্ধের দাবী করছে। এই রেজা ঘটকের একটি পোষ্ট সামুতে ষ্টিকি হয় যে কেন বাংলাদেশের মানুষ হুমায়ুন আযাদকে স্মরণ ও শ্রদ্ধা করে না। এই নিয়ে যারা বিরোধীতা করছে তাদেরকে পাকি, জামাতী ট্যাগ খেতে হয়েছে। এই রেজা ঘটক ও তার নগণ্য সমর্থকদের কথা হল যে ইসলামের নবীর বিরুদ্ধে নোংরা কথা বলা যাবে কারণ এটা মত প্রকাশের স্বাধীনতা। অন্যদিকে এর প্রতিবাদ মানেই জামাতী ও পাকি। এখন আপনি কি বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.