নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুশীল ব্লগার না..নিরপেক্ষও না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এস্কিমো

"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

এস্কিমো › বিস্তারিত পোস্টঃ

আসিফ নজরুলের জন্যে একটা ফাও উপদেশ

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৪

যুগান্তরের খবর -আসিফ নজরুলকে নাকি টক শোতে ব্যান মারা হয়েছে। কে ব্যান মারলো? কেন ব্যান মারলো? বেচারা মাত্র নতুন বিয়ে করলো - অল্পবয়সী স্ত্রীর নানান বায়না মিটানোর জন্যে উনার কত টাকার দরকার - এই সময়ে কেউ এই কাজ করে।



তবে বেচারার মাথা পুরাই নষ্ট - না হলে কেউ এমন আবোল তাবোল বলে?



দেখুন কি বলে বেচারা -



আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মিথ্যা বলে বর্তমান সরকার। মিথ্যা বলার কারণ এ সরকার অনির্বাচিত সরকার। যখন জিএসপি বাতিল হলো তখন সরকার বলল ‘এর পেছন ড. ইউনূস দায়ী।’ রানা প্লাজা ধসে পড়ল সরকার বলল ‘বিএনপি পিলার ধরে টানাটানি করেছে, ‘পদ্মাসেতুর টাকা বাতিল হলো ড. ইউনূস দায়ী।’ এ রকম হাজার হাজার প্রমাণ দিতে পারব।



- এইগুলা কি সরকারের কথা? না, এইগুলা সরকার দলের নেতাদের কথা। দল আর সরকার আলাদা। বলতে পারেন আওয়ামীলীগের কথা। রাজনৈতিক দলের মিথ্যাচার নিয়ে মানুষ তেমন চিন্তিত না। তাইলে সরকারের কথা কোনগুলো - সেগুলো তথ্য মন্ত্রনায়লের মাধ্যমে প্রচারিত হয় - গেজেট আকারে প্রকাশিত হয় অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচারিত হয়। উনি সরকার আর দলকে আলাদা করতে পারছে না - যেমন টরশো জীবি থেকে উনি কখন রাজনৈতিক কর্মী হয়ে উঠেছেন তাও বুঝতে পারছেন না। এইগুলো রাজনৈতিক বিতর্কের অংশ হতে পারে। ভোটের বাজারে এইগুলো কাজে লাগে।





ড. আসিফ নজরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনবরত মিথ্যা বলছে সরকার। মিথ্যাবাদী সরকার জনগণকে অসত্য তথ্য দিচ্ছে। অবৈধ সরকারের কোনো অধিকার নেই গণমাধ্যম নিয়ন্ত্রণের নীতি তৈরি করার।



- এইটা উনি রাগের চোটে বলছেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সরকার কোন মিথ্যাটা বললো জানি না। তবে উনার বর্তমান সরকারে "অবৈধ" ঘোষনা করাটা আসলেই একজন আইনের অধ্যাপক হিসাবে বেমানান। একজন রাজনৈতিক নেতা বা সাধারন মানুষের নানান দৃষ্টিভংগী থাকে - তাতে সরকারকে "অনৈতিক ভাবে নির্বাচিত বলা যায়" - তাতেও বিতর্ক হবে। তবে অবৈধ কোন আইনের দৃষ্টিতে তা উনি বোধ হয় ব্যাখ্যা করতে পারবেন না।



সংগদোষে লোহা জলে ভাসে - তেমনি একটা দলের মুখপাত্র হিসাবে কাজ করতে গিয়ে আসিফ নজরুল কিভাবে যে সেই দলের সদস্য হয়ে গেলেন - একজন টকশোজীবি থেকে একজন রাজনৈতিক কর্মী ( পলিটিক্যাল এক্টিভিস্ট) হয়ে গেলেন - তা বোধ হয় ধরতে পারছেন না।



তাই উনার উচিত টরশোতে গিয়ে সুশীলের পার্ট না নিয়ে সরাসরি রাজনৈতিক মঞ্চে ( হয় বিএনপি অথবা জামায়াতের) গিয়ে মন খুলে বকাবাজি করা - সরকারকে ধুয়ে মুছে ড্রাইওয়াস করা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৯

মতিউর রহমান মিঠু বলেছেন: চমৎকার লিকিছেন মি.এস্কিমো।
''এইগুলা কি সরকারের কথা? না, এইগুলা সরকার দলের নেতাদের কথা।''

মন্ত্রী,এমপি কি সরকার নয় জনাব? মখা আলমগীর কি তখন সরকারের বাইরে ছিলো নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলো?

এই সরকারকে আপনি বৈধ বলতে চান? আচ্ছা বলুনতো আপনার ভোট কি দিতে পেরেছিলেন? ১৫৩টি আসনে কোন ভোট হয়নি তাহলে সরকার বৈধ হয় কিভাবে বলেন?

''অবৈধ সরকারের কোনো অধিকার নেই গণমাধ্যম নিয়ন্ত্রণের নীতি তৈরি করার।''


এটাকি মিথ্যা কথা? আপনিকি পড়েছেন ঐ নীতিমালায় কি লেখা আছে? গনমাধ্যম নিয়ন্ত্রনের মানে বোঝেন?? আগে ঐ নীতিমালা ভাল করে পড়েন, তারপর বলেন এটার ভালো দিক কোনটা। এই নীতিমালা মুলত মিডিয়ার গলা টিপে ধরা, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবেনা, বিভিন্ন বাহিনীগুলোর নেতিবাচক কোন সংবাদ সম্প্রচার করা যাবেনা!! এসব খুব ভালো নীতি তাইনা?? আপনি চাচ্ছেন আরো ২৬টা টিভি ''বিটিভিতে'' রূপান্তরিত হোক তাইনা??

আসিফ নজরুলকে উপদেশ দেয়ার আগে উপদেশটা নিজেকে দেন।
অন্যের দোষ ধরার আগে নিজের দোষ ধরতে হয় জনাব, নিজের দোষগুন আগে খুঁজে বের করুন তারপর ইচ্ছেমতো যাকে খুশি তাকে ১টা না ১ কোটি উপদেশ দিন তাতে দেশ ও মানুষের উপকারই হবে।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:২০

ইলি বিডি বলেছেন: আসিফ নজরুল হয় বিএনপি অথবা জামায়াতের লোক... বেচারা মাত্র নতুন বিয়ে করলো।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

মামুন রশিদ বলেছেন: টরশো জীবি থেকে উনি কখন রাজনৈতিক কর্মী হয়ে উঠেছেন, তাও বুঝতে পারছেন না :D


নব্বোইয়ে উনার একটা উপন্যাস পড়েছিলাম, ঢাবি ছাত্রদলের পর্দার আড়ালের রাজনীতি নিয়ে । ভেতরের কেউ ছাড়া এগুলো জানার কথা না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.