নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সুশীল ব্লগার না..নিরপেক্ষও না।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এস্কিমো

"যখন যুবক ছিলাম, ছিলাম চালাক, তাই চেয়েছিলাম নিজের মতো করে পৃথিবীকে বদলিয়ে নিতে - এখন বয়স বেড়েছে - অভিজ্ঞতা হয়েছে, বেড়েছে জ্ঞান - তাই চাচ্ছি নিজেকে বদলাতে" - ------------------------- জালালুদ্দিন রুমি I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the freedom to not listen to hatred. [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন... (জামাত ও শিবির না আসাই ভাল!)] জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে। বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

এস্কিমো › বিস্তারিত পোস্টঃ

দেউলিয়াত্বের শেষ সীমায় মাহফুজ আনাম আর মতিউর রহমান

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৫

তত্ত্বাবধায়ক সরকারের প্রচার মাধ্যম হিসাবে প্রথম আলো আর ডেইলি স্টারের ভূমিকা আমরা সবাই জানি। মাইনাস টু ফমূর্লার মুখপাত্র হিসাবে এই দুই পত্রিকা শুধু যে ডিজিএফআইএর নোটগুলোই ছাপেনি -এর পক্ষে উপসম্পাদকীয় এবং কমেন্টারী লিখে জনমত তৈরী করেছেন। ব্যক্তিগত ভাবে আমিও এই দুইজনের লেখা গোগ্রাসে গিলতাম - পরে যখন দেখলাম মুজাহিদ আর নিজামী ওয়ারেন্ট নিয়েও ঘুরে বেড়ায় আর খালেদা আর হাসিনাকে ওয়ারেন্ট ছাড়াই এরেস্ট করে জেলে ঢুকাচ্ছে - তখন কিছুটা সন্দেহের মাঝে পড়ে যাই - পরে রাজনীতি বন্ধ করে ইউনুস সাহেবের জন্যে যখন মাঠ খালি করে গোল দেওয়ার ব্যবস্থা করা হলো - তখন বুঝা গেলো - এইটা আসলে ভিন্ন খেলা। যে খেলার শুরু হয়েছিলো ২৮ শে অক্টোবর দিনেদুপুরের মানুষ হত্যার লাইভ টেলিকাষ্ট করার মাধ্যমে - তারপর শুরু হয়েছে বিরাজনীতি করনের প্রক্রিয়া।

আসলে যা হয়েছিলো - তাকে বলে - মেরিটোক্রেসি -
(mer·i·toc·ra·cy
ˌmerəˈtäkrəsē/
noun
government or the holding of power by people selected on the basis of their ability.
a society governed by meritocracy.
plural noun: meritocracies
a ruling or influential class of educated or skilled people.)


বাংলাদেশের তথাকথিত শিক্ষিত শ্রেনী ভোটের রাজনীতিতে কোন সুবিধা করতে পারছে না - তাই এরা ঠিক করেছিলো - নিজেরা একটা বিশেষ পদ্ধতিতে দেশ শাসন করবে - দুই নেত্রীকে বিদায় দিলে তখন রাজনৈতিক দলগুলো উপর তাদের প্রভাব খাটানো সহজ হবে। এইটা অবশ্যই বাংলাদেশের প্রলিত সংবিধান এবং আইনের পরিপন্থী।

যাই হোক মাহফুজ আনাম স্বীকার করেছেন - কিন্তু যারা মুন্নী সাহার টকশো দেখেছে - তারা জানেন উনি ফাঁদে পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছে - এখন এমন একটা ভাব করছেন - ভুল স্বীকার করে উনি বিরাট উদারতার পরিচয় দিয়েছে।

আসলে কি তাই - একজন বাস ড্রাইভার ভুল করে গাড়ী নদীতে ফেলে দিয়ে যেমন দায়িত্ব এড়াতে পারে না - তেমনি মাহফুজ আনামও তার ভুলের কারনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন - তাদের বিষয়ে দায়িত্ব এড়াতে পারেন না।

শুধু ১/১১ এ যা করেছেন উনারা তাই যদি শেষ হতো - তা হলে কথা ছিলো না - কিন্তু পদ্মা সেতু নিয়ে উনারা নিজের দেশের সরকারের বিরুদ্ধে দাড়িয়ে বিশ্বব্যাংকের পক্ষে জনমত তৈরী করছেন - যার ফলে পদ্মা সেতু বানানোর জন্যে যে কালক্ষেপনের কারনে আর্থিক ক্ষতি হয়েছে তার দায়ও এই সম্পাদককেই নিতে হবে।

যে মামলাগুলো হচ্ছে তা অর্থহীন - শেখ হাসিনা ৭ বছর সময় পেয়েছেন এই দুইজনের কিছু করার - কিন্তু নির্যাতিত হয়েও উনি ধৈর্য্য ধরেছেন - আশা করি এই বিষয়ে উনি এর চেয়ে বেশীদুর যাবেন না। দুইজন অংহকারী মানুষ হিসাবে নিজেদের সকল আইনের বাইরে নিজেদের বিবেচনা করছেন উনারা - মামলা হলেই শাস্তি হয়ে যায় না - হাইকোর্টে একটা রিট করে মামলাগুলো স্থগিত করা খুবই সহজ কাজ - কিন্তু এই দুইজন বসে বসে এখন মামলা গুনছেন আর ক্ষতিপুরনের অংক যোগ দিয়ে তা পত্রিকায় প্রচার করে জনমত বিভ্রান্ত করা চেষ্টা করছেন

এদের পুরো চরিত্র আবার দেখা দিয়েছে - মামলার সংখ্যা দেখিয়ে জনগনের সহানুভূতি যোগাড় করতে চাইছেন - দুই পরষ্পরবিরোধী দলের কোন্দলকে কাজে লাগাতে চাইছে - - ইতোমধ্যে বিএনপি সেই ফাঁদে পাও দিয়ে ফেলেছে - সুতরাং উনাদের কৌশলগুলো কাজ করছে বলেই মনে করা হচ্ছে। দিন শেষে উনারা আবার প্রমান করবেন - সকল সমস্যার মুলে রাজনীতিবিদগন আর সুশীলরা হলো ধোঁয়া তুলশীপাতা।

তবে বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন - প্রতারকদের ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা কম।

সবচেয়ে ভাল হতো যদি এই ভুল স্বীকার করে মাহফুজ আনাম পদত্যাগ করতেন - যারা প্রতিনিয়ত বিদেশের উদাহরন দিয়ে দেশের মানুষকে নসিহত করেন - নিজেদের বেলায় তা পালন করেন না - এরা হলো সত্যিকারে হিপোক্রেট - মাহফুজ আনাম আর মতিউর রহমানের মতো হিপোক্রেটরাই বাংলাদেশের ইন্টেলেকচুয়াল - এইটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় বদ নসীব।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রধানমন্ত্রী বলেছেন, দুই সম্পাদকের বিচার হবে।

২| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৮

বাংলার জামিনদার বলেছেন: এরা হচ্ছে আমরা, মফিজ পাবলিকের দূর্বলতা। এরা যা কয় তাতেই নাচি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.